ডোনাল্ড ট্রাম্প ৫ বার টেলিফোন করেছেন, মোদি ধরেননি : গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, নরেন্দ্র মোদির অভিমান ভাঙানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচবার টেলিফোন করেছেন, কিন্তু মোদি টেলিফোন ধরেননি। এ বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আমি বহুদিন পশ্চিমা দেশে থেকেছি। ইউরোপ, আমেরিকার বহু দেশে গিয়েছি এবং দীর্ঘ সময় ধরে বহু শহরে থেকেছি।

গায়ের রং একটু সাদা হলে তারা আমাদের এশিয়ানদেরকে মানুষ মনে করে না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, শুধু বাংলাদেশ ভারত নয়, শ্রীলঙ্কা-চীনের যারা লোকজন আছেন তাদেরকেও তাচ্ছিল্য করেন। কিন্তু আরবের যারা লোকজন, যাদের টাকা পয়সা আছে তাদের লেখাপড়া থাকুক বা না থাকুক তাদেরকে দেখলে ইউরোপের লোকজন বেশ তোয়াজ করেন।

আমেরিকান সোসাইটি এবং ইউরোপিয়ান সোসাইটি এগুলো টাকার পেছনে ছুটে। অনেকেই দেখি যে খুব বোহেমিয়ান জীবনযাপন করে। ওরা আমাদের দেশে যেমন প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রতিভু। আর দুই একজনকে দেখি যারা কোনো একটা কম্পানির সিইও বা অনেক টাকা, ওরা দরিদ্রতার ভাব দেখায়।

ওটা এক ধরনের ভণ্ডামি। ওই সমাজে যারা আছেন ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতিভু। প্রচণ্ড অহংকারী ও সবসময় চান যে তার প্রশংসা করা হোক।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করার জন্য মোদি অনেক কিছু করেছেন। এত ছাড় দিয়েছেন আমেরিকাকে যা বলার মতো নয়।

বাংলাদেশের বিষয়ে, পাকিস্তানের বিষয়ে, চীনের বিষয়ে তিনি প্রচুর ছাড় দিয়েছেন বন্ধুত্বের মর্যাদা রক্ষা করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের বিপদের সময় যখন সারা দুনিয়াতে কেউ তার পাশে ছিল না। তিনি যখন আসামি হয়ে বাইডেনের যুগে বারবার কোর্টে হাজিরা দিচ্ছিলেন তার অনেকগুলো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়েছিল। তার নাম যখন কেউ উচ্চারণ করতো না ঠিক সেই সময়টাতে তাকে জয় লাভ করে আনার জন্য মোদি তার যে ফাইনান্সিয়াল হ্যান্ডসগুলো রয়েছে, আম্বানীদেরকে দিয়ে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে মোদির যথেষ্ট বিনিয়োগ রয়েছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, মোদি আশা করেছিলেন অ্যাটলিস্ট চলমান যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো বহাল থাকবে। আর নতুন করে ট্রাম্পের যুগে ভারতকে তিনি এমন কিছু উপহার দেবেন যে উপহারের ফলে ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি তারা একটা ভালো অবস্থানে থাকবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার পশ্চিমা সংস্কৃতি, গায়ের রঙের আভিজাত্য এবং ভারতীয়দেরকে ন্যাটিভ মনে করার যে চিন্তা এই কারণে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে তার যে একজন পরীক্ষিত বন্ধু তাকে তিনি অপমান করলেন।

রনি বলেন, আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন নরেন্দ্র মোদিকে তার খুব দরকার ছিল। ফলে তিনি মোদিকে সেখানে পাবলিক মিটিং করার অনুমতি দিয়েছিলেন। মোদি পাবলিক মিটিং করেছিলেন আমেরিকাতে। সেটাকে রিটার্ন দেওয়ার জন্য নরেন্দ্র মোদি সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করে রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে ট্রাম্পকে তার নিজের রাজ্য গুজরাটে নিয়ে গিয়েছিলেন। তাকে সম্মানিত, আশ্চর্য করার জন্য যা করেছেন এটা ভারতের ইতিহাসে কখনো কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে ভারতীয় কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান করেনি।

রনি আরো বলেন, যেই মুহূর্তে আঙ্গুল বাঁকা করেছেন ট্রাম্প, নরেন্দ্র মোদিও আর হাওমাউ করে কাঁদেননি। সে পাল্টা ব্যবস্থা নিয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে বাইডেনের জামানা থেকে ভারতের সঙ্গে একটি টানাপোড়েন যাচ্ছে। সেক্ষেত্রে ভারতের যুক্তি এখন পর্যন্ত রাশিয়ান তেল কেনা। সবচেয়ে বেশি তেল কিনছে চীন। চীনের বিরুদ্ধে তো আমেরিকা কিছুই করতে পারছে না। সেখানে ভারত কিনলে অসুবিধা কী? ট্রাম্প এসেই ভারতকে শুল্ক আরোপ করেছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জকসু নির্বাচনের মধ্যে ব্যবসায়ীকে মারধর Jan 06, 2026
বাগদানের পর বিয়ের উত্তেজনা বাড়ল Jan 06, 2026
কেন ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন নেইমার? Jan 06, 2026
ক্ষমতার সাথে যেভাবে ডিল করবেন | ইসলামিক টিপস Jan 06, 2026
img
হাদি হত্যার দায়সারা চার্জশিট হলে জনগণ প্রত্যাখ্যান করবে : ইনকিলাব মঞ্চ Jan 06, 2026
img
১৮ মাস পর বার্সেলোনার জার্সিতে ফিরছেন কান্সেলো Jan 06, 2026
img
ডোপ টেস্টে পজিটিভ ভারতের ক্রিকেটার রাজন কুমার Jan 06, 2026
img
শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ Jan 06, 2026
img
হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর Jan 06, 2026
img
ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের Jan 06, 2026
img
ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প Jan 06, 2026
img
ছাত্রদল প্যানেল ভোটের স্বচ্ছতা নিয়ে উদ্বিগ্ন Jan 06, 2026
img
তারেক রহমানের সঙ্গে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিবের সাক্ষাৎ Jan 06, 2026
img
ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে : বিবিএস Jan 06, 2026
img
জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে : অলি আহমদ Jan 06, 2026
img
রদ্রিগেস শপথ নেওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের উপরে হামলা Jan 06, 2026
img
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণ ও রুপার দাম Jan 06, 2026
img
বিসিবি দায়িত্ব নেওয়ায় বদলেছে চট্টগ্রামের ক্রিকেট চিত্র Jan 06, 2026
img
চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের Jan 06, 2026
img
উবারের নতুন রোবট্যাক্সি লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু Jan 06, 2026