ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্রের উপন্যাস ‘পথের দাবি’র শত বছর হতে যাচ্ছে আগামী বছরের ৩১ আগস্ট। এবার এই উপন্যাসকে কেন্দ্র করেই সৃজিত মুখার্জি নির্মাণ করতে যাচ্ছেন তার আগামী সিনেমা, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।
সেই উপন্যাস, সেই সময়কাল কিংবা শাসকের বিরুদ্ধাচারণ আজও কিভাবে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেয়- এই বিষয়গুলোকে পটভূমিকায় রেখে সৃজিত নিয়ে আসছেন তার নতুন ছবি। যৌথ প্রযোজনায় শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
১৯২৬ সালের ৩১ আগস্ট শরৎচন্দ্রের ‘পথের দাবি’ প্রকাশিত হয়েছিল। উপন্যাস প্রকাশের পর দেশজুড়ে ব্রিটিশবিরোধী আন্দোলন আরো জোরাল হয়। যার জেরে ১৯২৭ সালের জানুয়ারিতে বইটি সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উত্তাল হয়ে ওঠে সারা দেশ।
সেই সময়ের আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও। তার ছবিতে তৎকালীন ঘটনার পাশাপাশি সেই সময়ের খ্যাতনামা ব্যক্তিত্বরাও থাকবেন। পরিচালকের কথায়, বরাবর নানা স্বাদের ছবি বানিয়ে এসেছি। এ বছরেই যেমন মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘কিলবিল সোসাইটি’। একটির সঙ্গে আরেকটির বিষয়ের কিন্তু কোনো মিল নেই। সেই জায়গা থেকেই আমার এই বিষয়টিকে বেছে নেওয়া।
সৃজিতের ছবিতে সাধারণত অতীত ঘটনার সঙ্গে বর্তমানের অদ্ভুত ‘বন্ধুত্ব’ তৈরি হয়ে যায়। অতীতের শাসকবিরোধিতার সঙ্গে এখনকার প্রতিবাদের ভয়ংকর ফলাফল যদি তার ছবিতে সহাবস্থান করে তা হলে তো সেই ছবি রাজনৈতিক!
পরিচালক অবশ্য সাফ বলেছেন, এ রকম কোনো কিছুই হচ্ছে না। আমি মূলত ‘পথের দাবি’র রচনাকাল, সেই সময়ের বাংলা, ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়েই ছবি বানাতে চলেছি।
জানা গেছে, ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে ২০২৬-এর পহেলা মে। অভিনয়ে কারা থাকছেন, সে কথা এখনই বলতে চাইছেন না পরিচালক। জানিয়েছেন, বাছাইপর্ব চলছে।
এসএস/টিকে