পাকিস্তানের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ‘অদ্ভুত’ এক সমাধান দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নিম্নাঞ্চলে বসবাসকারী পাকিস্তানিদের পরামর্শ দিয়েছেন, বন্যার পানি ড্রেনে না ফেলে বরং পাত্রে ‘সংরক্ষণ’ করে রাখার। বন্যাকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখারও আহ্বান জানিয়েছেন তিনি।
রেকর্ড বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৪ লাখেরও বেশি মানুষ। এই বন্যায় ডুবে গেছে এক হাজারেরও বেশি গ্রাম।
পাকিস্তানের এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন,
যারা বন্যার-মতো পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাদের উচিত বন্যার পানি ঘরে তুলে নেয়া।
তিনি আরও বলেন,
মানুষের উচিত এই পানি তাদের বাড়িতে, টবে এবং পাত্রে সংরক্ষণ করা। এই পানিকে আমাদের আশীর্বাদ হিসেবে দেখা উচিত এবং তাই এটি সংরক্ষণ করা উচিত।
খাজা আসিফ আরও পরামর্শ দেন, পাকিস্তানের উচিত মেগা প্রকল্পের জন্য ১০-১৫ বছর অপেক্ষা করার পরিবর্তে দ্রুত সম্পন্ন করা যায় এমন ছোট বাঁধ নির্মাণ করা।
তিনি বলেন, ‘আমরা পানি ড্রেনে যেতে দিচ্ছি। আমাদের তা সংরক্ষণ করতে হবে।’
ইএ/টিকে