সরকারি প্রকল্পে দেশি প্রতিষ্ঠান থেকে বিমা সেবা নেয়া বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

সরকারি প্রকল্পে দেশি প্রতিষ্ঠান থেকে বিমা সেবা নেয়া বাধ্যতামূলক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাধারণ বীমা কর্পোরেশনের চেক হস্তান্তরকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাধারণ বীমা কর্পোরেশন অর্থমন্ত্রীর হাতে ৫০ কোটি টাকার চেক হস্তান্তর করে। এই টাকা ২০১৮ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে দেয় প্রতিষ্ঠানটি।

তবে ৫০ কোটি টাকা লভ্যাংশে খুশি হতে পারেননি অর্থমন্ত্রী। তিনি সাধারণ বীমা কর্পোরেশনকে কমপক্ষে ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে বলেছেন।

সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছেন, সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।

২০১৭ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে ৪০ কোটি টাকা দিয়েছিল সাধারণ বীমা কর্পোরেশন।

২০১৮ সালে কর্পোরেশন বীমা ও পুনঃবীমা খাতে মোট ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিমান দুর্ঘটনার মতো কয়েকটি ঘটনায় খুব দ্রুত বিমার দাবি পরিশোধ করেছে সাধারণ বীমা।

সম্প্রতি সাধারণ বীমা কর্পোরেশন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বিমা সেবা দিচ্ছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: