ভারতীয় স্পাই ড্রোন ভূপাতিত করল পাকিস্তান, নেপথ্যে যে কারণ!

বিরোধীপূর্ণ কাশ্মীর সীমান্তে এবার ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। স্পাই ড্রোনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করার পরপরই তা গুলি করে ভূপাতিত করে পাক রেঞ্জার্স।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার ড্রোনটি কাশ্মীরের পানাড়ু সেক্টরের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গুলি করে ড্রোনটি ভূপাতিত করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স।

ইয়েনি শাফাকের খবরে আরও বলা হয়েছে, পাকিস্তানের ভূখণ্ডের ২০০ মিটার ভেতরে অনুপ্রবেশ করে ওই কোয়াডকপ্টারটি।

এ ব্যাপারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চলতি বছরে অন্তত ১০টি ভারতীয় স্পাই কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভারতীয় প্রতিরক্ষা দপ্তর বা সেনাসূত্রের বরাতে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গতকাল রোববার ভারত এবং চীনের সেনা অফিসাররা লাদাখ ও গালওয়ান উপত্যকায় চলমান বৈরিতা নিরসনে বৈঠকে বসেছিলেন। সেখানে প্যাংগং, ডেপসং নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সমাধানে পৌছতে পারেনি চীন-ভারত।

কূটনৈতিক স্তরেও দুই দেশের মধ্যে লাগাতার আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আগামী শীতে ভারতের সীমান্ত ধরে বড় বড় সংঘাতের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এবং চীন একসঙ্গে ভারতের বিরুদ্ধে সংঘাতে নামতে পারে বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ভারতকে এক দিকে উত্তর পূর্বের রাজ্য অরুণাচল এবং সিকিমে চীনের বিরদ্ধে লড়াই করতে হবে। অন্যদিকে লাদাখ এবং হিমাচলে চীনকে আটকাতে হবে। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান সেক্টরে ভারতের সংঘাত শুরু হতে পারে। অর্থাৎ, দীর্ঘ সীমান্ত অঞ্চলে ভারতকে সেনা প্রস্তুত রাখতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব আশঙ্কা থেকেই সীমান্তের বিভিন্ন সেক্টরে প্রতিবেশী দেশের সেনাদের তৎপরতা ও শক্তি পরখ করতেই ভারত ড্রোন অ্যামবুশ করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের দুটি অংশের একটি পাকিস্তান ও অপরটি ভারত নিয়ন্ত্রণ করে আসছে। এছাড়া লাদাখের একটি ছোট অঞ্চল রয়েছে চীনের দখলে।

১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে জম্মু ও কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। প্রতিবেশী দেশ দুটি ১৯৪৮ ও ১৯৬৫ সালে কাশ্মির ইস্যূতে যুদ্ধে জড়িয়ে পড়ে।

জম্মু-কাশ্মীরের কয়েকটি গোষ্ঠী ভারতের শাসন থেকে মুক্তিলাভের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভারতীয় সেনাদের নির্যাতন, রাষ্ট্রীয় বৈষম্য ও নিগৃহের কারণে মুক্তিকামী কাশ্মিরীদের একটি অংশ এখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে একীভূত হতে চায়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

আমিরের কড়া সমালোচনা করলেন নতুন প্রেমিকা গৌরী Jul 06, 2025
'সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে ক্ষমতার স্বপ্ন দুঃস্বপ্ন হবে' Jul 06, 2025
img
তুন যুগে কোয়ান্টাম কম্পিউটার: বিদ্যুৎ খরচে ২,০০০ গুণ সাশ্রয়, গতিতে ২০০ গুণ এগিয়ে Jul 06, 2025
img
পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় পানিসমৃদ্ধ ‘সুপার-আর্থ’ গ্রহের সন্ধান! Jul 06, 2025
img
মোদি সরকারকে ক-সা-ই আখ্যা দিলেন হাসনাত Jul 06, 2025
img
শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল Jul 06, 2025
img
গোড়ালি ভেঙে ছিটকে গেলেন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা Jul 06, 2025
img
৯ জুলাইয়ের সময়সীমা পেরিয়ে নতুন বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র Jul 06, 2025
img
দ্বিতীয় ইনিংসেও গিলের সেঞ্চুরি, ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড Jul 06, 2025
img
পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট Jul 06, 2025
img
মব তৈরি করে জামায়াত নেতাকে পুলিশে দেওয়ার অভিযোগ Jul 06, 2025
img
নয়জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি Jul 06, 2025
img
মুন্সীগঞ্জে দলিল লেখকপট্টিতে ভয়াবহ আগুন Jul 06, 2025
img
সদিচ্ছা না থাকলে উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন: রিফাত রশীদ Jul 06, 2025
img
সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই : গয়েশ্বর Jul 06, 2025
img
পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া Jul 06, 2025
img
‘আমেরিকা পার্টি’ নিয়ে ইলন মাস্কের জনমত জরিপে ৬৫% সমর্থন Jul 06, 2025
img
হাতিরঝিলে রাতের আঁধারে হবে নারী দলের অভিনব সংবর্ধনা Jul 06, 2025
img
‘ম্যাডাম সেনগুপ্ত’ নামটাই যেন ঋতুপর্ণার পুরো চরিত্র Jul 06, 2025
img
অস্ত্রোপচারের পর বিশ্রামে দীপিকা কক্কর, মানতে হচ্ছে কড়া নিয়ম Jul 06, 2025