নানা টানাপোড়েন শেষে আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার এক মাস পরই প্যারিস জলবায়ুতে যুক্তরাষ্ট্রকে শামিল করেছেন জো বাইডেন। বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি ও দ্বিতীয় বৃহৎ কার্বন নির্গমনকারী দেশ হয়েও ২০১৫ সালের প্যারিস চুক্তিতে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র।
ধারণা করা হয়, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুয়ে সিদ্ধান্তের কারণেই এতদিন প্যারিস চুক্তির বাইরে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু জো বাইডেন নেতৃত্বে আসার পরই যুক্তরাষ্ট্রের সার্বিক নীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। তারই অংশ হিসেবে জো বাইডেন এই চুক্তিতে ফেরার কথা জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরে আসায় এটি নতুন করে গতি ফিরে পাবে। কারণ জো বাইডেন শুধু প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার ঘোষণাই দেননি, তিনি ইউরোপীয় দেশগুলোকেও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক জোর দেয়ার আহ্বান জানিয়েছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জো বাইডেন এ আহ্বান জানান।
টাইমস/এসএন