নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় প্রধান আসামি ঢাকার এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের ৭ দিন করে রিমান্ড চাইবে পুলিশ। ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এরই মধ্যে বাসায় বিদেশী মদ, বিয়ার, অস্ত্র, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ রাখার অভিযোগে ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আসামিরা কারাগারে রয়েছেন। লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে ‘সোউন অ্যারেস্ট’ দেখানো হবে।
পুলিশের একটি সূত্র জানায়, একই মামলায় এমপি হাজী সেলিমের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপুকে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ।
এর আগে সোমবার অস্ত্র, মাদক ও টর্চারসেল তৈরির অভিযোগে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ ও গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া একই দিন রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল শহরে এক বন্ধুর বাড়ি থেকে দিপুকে গ্রেপ্তার করা হয়।
টাইমস/এসএন