গোল না করেও প্রশংসায় ভাসছেন আনচেলত্তি, বিশ্বকাপে খেলবেন যারা!

কার্লো আনচেলত্তি চেয়েছিলেন ব্রাজিল যেন ঘরের মাঠে তাদের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মারাকানায় খেলে। তা মেনেই ঐতিহাসিক এই ভেন্যুতে চিলির বিপক্ষে ম্যাচ ঠিক করে ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে আজ (শুক্রবার) ব্রাজিল কোচ শিষ্যদের ৩-০ ব্যবধানে বড় জয়ের সাক্ষী হলেন। ম্যাচ শেষে বেশ কয়েকজনের প্রশংসা করেছেন আনচেলত্তি, তবে বেশি স্তুতি করেছেন দুটি গোলে অবদান রাখা লুইজ হেনরিককে নিয়ে।

চিলির বিপক্ষে ম্যাচজুড়ে পজেশন (৬৪ শতাংশ) থেকে শুরু করে আক্রমণ ও শট সর্বত্র দাপট ছিল স্বাগতিক ব্রাজিলের। দলটির হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস। দ্বিতীয় গোলে সরাসরি বলের যোগান (অ্যাসিস্ট) দিয়েছিলেন হেনরিক, তৃতীয় গোলেও তার অবদান ছিল। বদলি নেমে অল্প সময়ের মাঝেই তিনি ঝলক দেখিয়েছেন। ৭২ মিনিটে অনেকটা পথ ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে শট নেন দ্বিতীয় বারে। লাফিয়ে হেড দিয়ে সেটিকে গোলে পরিণত করেন পাকেতা।



৭৬তম মিনিটে ডি বক্সের কাছ থেকে জোরালো শট নেন হেনরিক। যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল, তাতে পা ছুঁয়ে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায়। অল্প সময়েই হেনরিক দৃষ্টি আকর্ষণ করে ম্যাচ শেষে প্রশংসাও পেলেন আনচেলত্তির, ‘লুইজ হেনরিক অসাধারণ প্রতিভাবান। শারীরিকভাবে শক্তিশালী, এক বনাম একের লড়াইয়ে দুর্দান্ত। দারুণ ফিটনেস দিয়ে ম্যাচের ধারা পাল্টে দিয়েছে সে। যখন অন্যরা ক্লান্ত, তখন এমন প্রতিভাবান খেলোয়াড় মাঠে নামলে খেলা বদলে যায়। জাতীয় দলের জন্য এ ধরনের খেলোয়াড় থাকা অনেক বড় সুবিধা।’

পুরো ম্যাচে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিংবদন্তি এই কোচ বলেন, ‘মারাকানার পরিবেশ ছিল দুর্দান্ত, দলে ছিল অসাধারণ সমর্থন। আমরা গতি নিয়ে খেলেছি, ভালো রিদমে, ভালো ডিফেন্স ও কার্যকর প্রেসিং দিয়ে। আমার মনে হয়, সমর্থকরা আমাদের মতোই দলের পারফরম্যান্সে খুশি। আমরা সিরিয়াস ম্যাচ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে ভালোভাবে রক্ষণে মনোযোগী ছিলাম এবং দলটা ছিল অনেক বেশি কম্প্যাক্ট। গোল করার পর ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চিলি কিছুটা আক্রমণাত্মক হয়েছিল, তবে দ্বিতীয় গোলের পর ম্যাচ পুরোপুরি খুলে যায়।’



বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। তবুও আনচেলত্তির সামনে প্রশ্ন করা হয় বিশ্বকাপে কোন খেলোয়াড়রা নিশ্চিত হয়েছেন। জবাবে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক শক্তিশালী নির্দিষ্ট কিছু খেলোয়াড় আছে। তবে ২৫ বা ২৬ জনের তালিকা তৈরি করা সহজ নয়। অন্য কোনো কোচের তুলনায় আমার একটু বেশি কষ্ট হতে পারে আগামী কয়েক মাসে। তবে এটি খুবই ইতিবাচক ব্যাপার। আজ যারা খেলেছে, যারা নেমে ম্যাচের রিদম বদলেছে, সবাইকে পছন্দ হয়েছে আমার। আজকের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।’

প্রসঙ্গত, গত ১২ মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। এরপর থেকে ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন লিগে খেলা দেশটির খেলোয়াড়দের ওপর তীক্ষ্ণ পর্যবেক্ষণ চালিয়ে তিনি খেলোয়াড় বাছাই করেছেন। ফলে নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোদের মতো পরীক্ষিতদের বাদ দিয়েও পরীক্ষা চালাতে কার্পণ্য করেননি এই ইতালিয়ান কিংবদন্তি কোচ। এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে ৩ ম্যাচ খেলে ব্রাজিল দুটি জয় ও একটিতে ড্র করেছে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img

চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই Sep 08, 2025
img
গেন্ডারিয়ায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ, সেনাবাহিনীর অভিযানে আটক ৭ Sep 08, 2025
img
নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জয় পাকিস্তানের Sep 08, 2025
img
রশিদপুরে কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা Sep 08, 2025
img

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক

কালুখালীতে বাসচাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী Sep 08, 2025
img
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ Sep 08, 2025
img
৩৪২ রানের বিশাল ব্যবধানে দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড Sep 08, 2025
img
দেশে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে : হারুনুর রশীদ Sep 08, 2025
img
সংস্কার কাজে রাজনীতির অভাব টের পাচ্ছি : অর্থ উপদেষ্টা Sep 08, 2025
img
শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি সঠিক নয় Sep 08, 2025
img

সাংবাদিক মোস্তফা ফিরোজ

ভিন্নমত মানেই শত্রু, এটাই কি আমাদের গণতন্ত্র! Sep 07, 2025
img
দুঃসংবাদ পেল পিএসজি Sep 07, 2025
img
ডিএমপিতে ৫ কর্মকর্তাকে বদলি Sep 07, 2025
img
ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে থাকছে কঠোর নিয়ম Sep 07, 2025
সুকুমার জানালেন ‘পুষ্পা থ্রি’-এর আপডেট! Sep 07, 2025
শিল্পার জীবনে নতুন মোড়, ‘প্রেমিক’ এলো ঘরে! Sep 07, 2025
img

ড. আব্দুল মান্নান

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায় Sep 07, 2025
ডাকসুর নেতৃত্ব নিয়ে শিক্ষার্থীদের বার্তা! Sep 07, 2025
"ভোটারদের ভাই ও বন্ধুরা কল দিয়ে বলছে–আমাকে ভোট দিতে" Sep 07, 2025
img
এশিয়া কাপের জন্য ভারতের জার্সি উন্মোচন Sep 07, 2025