কলকাতার বিনোদন জগতে সাসপেন্স থ্রিলারের বিশেষ পরিচিতি পাওয়া ‘রক্তবীজ’ সিরিজের সিকুয়েল ‘রক্তবীজ-টু’য় এবার পূর্ণাঙ্গ চরিত্রে ফিরেছেন মুনির আলম। গেস্ট অ্যাপিয়ারেন্স থেকে শুরু হওয়া তার পথ, এবার নতুন উচ্চতায় পৌঁছেছে। মুনির জানান, প্রথমে গেস্ট হিসেবে একটি ছোটসংলাপ দিয়েছিলেন, কিন্তু পরিচালক শিবুদা পরে পুরো ক্লাইম্যাক্সে তার চরিত্রকে অন্তর্ভুক্ত করেছেন। সিনেমা ব্লকবাস্টার হলে সিকুয়েলের কথা ভাবা হবে, বলেন তিনি।
ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, অনসূয়া মজুমদার, আবির, মিমি সহ তাবড় অভিনেতারা থাকলেও মুনির আলমের চরিত্রের সহজাত ক্যারিশমা ও সংলাপের প্রভাব দর্শকদের মনে দীর্ঘক্ষণ টিকে থাকবে। তিনি জানান, এফর্টের চেয়ে বড় কথা হলো চরিত্রটি বুঝে সেই অনুযায়ী অভিনয় করা। কম কথা বললেই, কম ছটফট করলেই চরিত্রের প্রভাব বেশি।
রোমান্টিক গানের দৃশ্যে কৌশানী মুখার্জীর সঙ্গে তার অভিনয় দর্শক ও নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়েছে। মুনির আলম বলেন, আমাদের বন্ধুত্ব-রসায়ন গভীর। তাই গানটি রিফ্রেশিং লেগেছে। দর্শক গল্পকেন্দ্রিক ছবি দেখতে ভালোবাসে। গানটি আগ্রহ বাড়িয়েছে।
তিনি জানিয়েছেন, ‘রক্তবীজ-টু’ খুব প্রাসঙ্গিক ছবি। সাধারণ দর্শক এবং বন্ধুদের প্রতিক্রিয়া একরকম, প্রচুর প্রশ্ন উত্থাপন করছে। এছাড়া, তিনি নিজের প্রযোজনা নিয়ে আগামি দিনগুলোতে আরও কাজ করবেন এবং জানুয়ারিতে নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ রিলিজ করতে যাচ্ছেন।
বিনোদন জগতে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলার বিষয়ে তিনি বলেন, “ওরকম কিছু হয়নি। আন্ডার সাব জুডিস বিষয়, তাই কিছু বলা ঠিক নয়। বিজ্ঞাপন করেছি, রেমুনারেশন পেয়েছি। সব তথ্য খোঁজ নেওয়া শক্ত।
এমকে/এসএন