বলিউডে খান পরিবারের মধ্যে অন্যতম প্রভাবশালী পরিবার সালমান খানের পরিবারকেই ধরা হয়। বাবা সেলিম খান বলিউডের বর্ষীয়ান লেখক। তিন ছেলে সালমান, আরবাজ ও সোহেল খান জনপ্রিয় অভিনেতা। শুধু খান নয়, এই পরিবার যেন বলিউডের খানদান! তবে অবাক করা বিষয় হলো, মুসলিম পরিবার হলেও এই পরিবারে গোমাংস খাওয়ার রীতি নেই। বাড়িতে গোমাংস রান্নাও হয় না।
এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় বলিউড ভাইজান সালমান খান। আর এর শুরুটা অভিনেতার গণেশপূজা পালন থেকে। ভিন্ন ধর্মের হয়েও পূজাঅর্চনায় অনুরাগ দেখে বিরক্ত তার মুসলিম ভক্তরা। এবার তা আরও উসকে দিলো তার গোমাংস বিমুখতা। গরু মায়ের মতো বলে গরুর মাংস খান না বলে জানিয়েছেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দুই ধরনের খাবার ছাড়া তিনি সব খান। বলেছিলেন, আমি সব খাই। কিন্তু আমি কখনও গোমাংস ও শূকরের মাংস খাই না।
গরুর মাংস না খাওয়ার কারণ জানতে চাইলে ভাইজান বলেছিলেন, গরু আমাদেরও মা। আমি গরুকে মায়ের মতো দেখি, কারণ আমার নিজের মা-ও হিন্দু। আমার বাবা মুসলিম। আর আমার দ্বিতীয় মা, হেলেন খ্রিস্টান। আমি গোটা ভারতবর্ষ নিয়ে থাকি।
সালমানের বাবা বলিউডের বর্ষীয়ান লেখক সেলিম খানেরও একই মত। ফ্রি প্রেস জার্নালের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের পরিবারের কেউ-ই গোমাংস খায় না। বহু মুসলিম পরিবারেই গোমাংস খাওয়া হয়। আসলে, এটা অন্যান্য মাংসের তুলনায় অনেক সস্তা। তবে আমরা পয়গম্বর মুহম্মদের কথা অনুসরণ করে চলি। তিনি বলেছিলেন, গরুর দুধ মাতৃদুগ্ধের বিকল্প। অত্যন্ত উপকারী। তাই গরুকে হত্যা করা উচিত নয়।
প্রসঙ্গত, সালমানকে সবশেষ দেখা যায় ‘সিকান্দার’ ছবিতে। তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। আরও অভিনয়ে করেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। ছবিটি পরিচালনা করেন এ আর মুরুগাদোস।
কেএন/এসএন