রহস্যময় এক গল্পে নতুন নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। কিছুদিন আগে অন্তর্জালে ‘ফান্দা’ শিরোনামের এ নাটকটির একটি ফার্স্ট লুক উন্মুক্ত হয়েছিল, যেখানে দেখা গেছে একটি চুড়ি পরা হাত আর সেই হাতে একটি রাম দা। অন্তর্জালে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা এবং দর্শকের একটিই প্রশ্ন, কে এই অভিনেত্রী!
এরপর আজ সন্ধ্যায় উন্মুক্ত হয় নাটকটির পোস্টার, যেখানে ধরা দিয়েছেন নাটকের দুই মূল শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। পোস্টারটিতে দেখা যাচ্ছে, মশাল হাতে দাঁড়িয়ে রয়েছেন বাসার এবং তার পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিশা।
এ কে পরাগ পরিচালিত এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। তিনি বলেন, ‘ফান্দা’ আমার কাছে রহস্যের গল্প। এখানে আমি খলিল চরিত্রে অভিনয় করেছি, চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা তার লক্ষ্য তার চতুরতা তাকে সরলভাবেই আলাদা করেছে এই গল্পে।
তিনি আরো বলেন, ‘‘এই নানামাত্রিক চলনের চরিত্রে অভিনয়ের সুযোগ কমই আসে। গল্পটা পড়ার পরই আমি এক বাক্যে রাজি হয়ে যাই। মূলত গল্পটা পড়ে ফান্দার বাসিন্দাদের প্রেমে পড়েছি। জীবনকে একটু সাজাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে একটা মানুষ একটা পরিবার একটা সমাজকে নিত্যদিন এক অদ্ভুত বাস্তবতার সাথে পরিচয় করিয়েছে এই গল্প।
পরিচালক, আমার সহশিল্পী এবং অন্যান্য সবাই দারুণ উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। সবাই ভীষণভাবে সম্পৃক্ত ছিলেন কাজটার সাথে। এই সময়ে স্বাভাবিকভাবেই ‘ফান্দা’র মতো একটা ভিন্ন গল্প দর্শকদের কাছে উপস্থাপনের উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপ এবং ক্যাপিটাল ড্রামার প্রতি সাধুবাদ। আশা রাখি আমাদের দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন।’
পরিচালক বললেন, ‘ফান্দা’ হচ্ছে নেত্রকোনার একটি গ্রামের নাম।
এই নামটা এসেছে ফাঁদ থেকে। কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এই নামটি দেওয়া। মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এই নাটকের গল্প।
জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে।
ইএ/টিকে