ভারতের শোবিজ অঙ্গনে বিশেষ জায়গা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায়ই দেখা যায়, বলিউড তারকারা তাদের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করছেন বা সময় কাটাচ্ছেন। তারকারা যেমন মোদিকে দেখে আপ্লুত হন, তেমনি মোদিও তাদের প্রতি স্নেহের দৃষ্টি দেন।
বলিউড তারকাদের সঙ্গে তাদের সরকার প্রধানের এই সুসম্পর্ক যেন আবার ফুটে উঠল। হঠাৎ মোদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করতে শুরু করলেন শাহরুখ খান, আমির খানসহব বলিউডের নামকরা তারকারা। তবে হঠাৎ এই ভালোবাসার উচ্ছ্বাসের কারণ কী?
আসলে, আজই (১৭ সেপ্টেম্বর) ৭৫ বছরে পা দিলেন নরেন্দ্র মোদি। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে। সেই ধারায় বলিউড তারকারাও যুক্ত হয়েছেন।
শাহরুখ খান এক ভিডিওবার্তায় মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখের কথায়, ‘দেশের প্রতি আপনার নিষ্ঠা ও পরিশ্রম প্রশংসনীয়। ৭৫ বছর বয়সেও আপনার এই দম থেকে আমরা অভিভূত হই। আশা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকবেন।’
আমির খান বলেন, ‘স্যার, জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে। ভারতের উন্নয়নের পথে আপনার অবদান সর্বদা স্মরণীয় থাকবে। এই আনন্দঘন দিনে আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং প্রার্থনা করি আপনি দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে থাকুন।’
অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত মোদির প্রশংসা করে তাকে ‘সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন।
এছাড়া অজয় দেবগন, সোনু সুদ ও দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাসহ আরও কয়েকজন শিল্পী মোদিকে শুভেচ্ছা জানান। তাদের বার্তায় উঠে এসেছে প্রধানমন্ত্রী হিসেবে মোদির নেতৃত্বের প্রশংসা ও তার সুস্থ, দীর্ঘ জীবন কামনা।
এসএন