‘সাহসী’, ‘স্পষ্টভাষী’ এবং সব কিছুতেই যেন ‘বাড়াবাড়ি’! এই বিশেষণগুলো শুরু থেকেই মলাইকা অরোরা নামটির সঙ্গে জড়িয়ে পড়ে বার বার। দীর্ঘদিন ধরে, সেই সমস্ত তকমার বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করে এসেছেন। নিজের পক্ষে যুক্তিও দিয়েছেন। যদিও এখন এই সব বিশেষণকেই মুকুট করেছেন অভিনেত্রী। নিজের কাজের খতিয়ান দেওয়া বন্ধ করার পর থেকে যেন মুক্তির স্বাদ পেয়েছেন মালাইকা, জানালেন নিজেই।
সাহসী’, ‘স্পষ্টভাষী’ এবং সব কিছুতেই যেন ‘বাড়াবাড়ি’! এই বিশেষণগুলো শুরু থেকেই মালাইকা অরোরা নামটির সঙ্গে জড়িয়ে পড়ে বার বার। দীর্ঘদিন ধরে, সেই সমস্ত তকমার বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করে এসেছেন। নিজের পক্ষে যুক্তিও দিয়েছেন। যদিও এখন এই সব বিশেষণকেই মুকুট করেছেন অভিনেত্রী। নিজের কাজের খতিয়ান দেওয়া বন্ধ করার পর থেকে যেন মুক্তির স্বাদ পেয়েছেন মলাইকা, জানালেন নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খুলে কথা বললেন মালাইকা। তাঁর সম্পর্কে মানুষের ধারণাকে নিজের নিয়ন্ত্রণে আনার লড়াইয়ের কথা শোনালেন। নিজের কাজের সাফাই দেওয়া বন্ধ করার পর থেকে থেমে যায় সমালোচনা-কটাক্ষের ঝড়, জানান মলাইকা।
মলাইকার কথায়, “লড়াই কঠিন ছিল। কারণ, তুমি কী করবে কী করবে না, সেটা লোকজন নির্ধারণ করে দিতে পারলে খুব খুশি হয়। আমার কর্মজীবন, আমার পোশাক, আমার সম্পর্ক— সব কিছু নিয়ে সমালোচনার শিকার হয়েছি। কিন্তু, যে দিন সাফাই দেওয়া বন্ধ করলাম, সে দিন মুক্তির স্বাদ পেলাম। নিজের প্রতি ধারণা নিজেকেই তৈরি করতে হবে, একমাত্র সেটাই গ্রহণযোগ্য।”
অভিনেতা-প্রযোজক আরবাজ় খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা এক ছেলের মা। অভিনয়ের পাশাপাশি, শরীরচর্চা, সুঠাম চেহারার জন্য বিখ্যাত তিনি। বিচ্ছেদের পরে বয়সে ছোট অভিনেতা অর্জুন কপূরের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। যদিও সেই সম্পর্কও ভেঙেছে। সাক্ষাৎকারে মলাইকা স্বীকার করে নেন, ‘বেশি সাহসী’ হওয়ার বা ‘বাড়াবাড়ি’ করার জন্য মাঝেমাঝেই দোষ দেওয়া হয় তাঁকে। “সত্যি কথা বলছি, আমি এই সমালোচনা এখন মুকুটের মতো পরি।”
এবি/টিএ