টলিউড তাঁকে এক ডাকে চেনে। তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রসিকতা করে সম্বোধন করেন, তিনি নাকি ‘তারকা পুলিশ’! কৌশিক গঙ্গোপাধ্যায় বাদে বাকি প্রায় সব পরিচালকের সঙ্গে কাজ হয়ে গিয়েছে তাঁর। তার পরেও তিনি ছোটপর্দার প্রতি আগ্রহী! ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিক শেষের পর সাময়িক বিরতি। ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অলোক সান্যাল ফিরছেন স্নেহাশিস চক্রবর্তীর জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-এ।
কিন্তু পর্দাতেও সেই পুলিশের চরিত্রেই! পেশায় ডিসিপি বলেই কি চরিত্রে তার ছায়া পড়ে? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। যেমন, প্রযোজক স্নেহাশিস যেন তাঁকে পুলিশের চরিত্র ছাড়া ভাবতে পারেন না। তাঁর ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে তিনি পুলিশ আধিকারিক হিসাবে অভিনয় করেছিলেন। ‘পরশুরাম’-এও তা-ই। ডিসিপি অলোক মেনে নিয়েছেন সে কথা। জানিয়েছেন, কেন তাঁকে সকলে পুলিশ আধিকারিকের চরিত্রে বাছেন জানা নেই তাঁর। “হয়তো আমায় মানায়, তাই। আমিও বিষয়টি পরিচালকদের উপরেই ছেড়ে দিই”, দাবি তাঁর।
আবার ব্যতিক্রমী ঘটনাও ঘটে। তাঁর কথায়, “আগের ধারাবাহিকের কথাই ধরুন। যাঁরা খুঁটিয়ে দেখেছেন তাঁরা বুঝেছেন, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে হিন্দি ছবি ‘অ্যায়েতরাজ়’-এর ছায়া ছিল। ছবিতে অমরীশ পুরী যে চরিত্রে অভিনয় করেছিলেন, ছোটপর্দায় আমি সেই জুতোয় পা গলিয়েছিলাম। অভিনয় করে তৃপ্তি পেয়েছি।” আবার জয়দীপ মুখোপাধ্যায়ের ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে তিনি চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন।
আবার ব্যতিক্রমী ঘটনাও ঘটে। তাঁর কথায়, “আগের ধারাবাহিকের কথাই ধরুন। যাঁরা খুঁটিয়ে দেখেছেন তাঁরা বুঝেছেন, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে হিন্দি ছবি ‘অ্যায়েতরাজ়’-এর ছায়া ছিল। ছবিতে অমরীশ পুরী যে চরিত্রে অভিনয় করেছিলেন, ছোটপর্দায় আমি সেই জুতোয় পা গলিয়েছিলাম। অভিনয় করে তৃপ্তি পেয়েছি।” আবার জয়দীপ মুখোপাধ্যায়ের ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে তিনি চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন।
সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, অদিতি রায়-সহ প্রথম সারির প্রায় সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি, পেশাজীবনেও তিনি শীর্ষ ছুঁতে চলেছেন। এমন যাঁর ‘কেরিয়ার গ্রাফ’ তিনি কেন ছোটপর্দায় আগ্রহী? বিশেষ করে টেলিভিশনকে এখনও যখন ‘বোকা বাক্স’ বলে! “খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আমি যখন ‘জগদ্ধাত্রী’তে অভিনয় করেছি তখন কত যে ফোন আসত”, যুক্তি পুলিশ-অভিনেতার।
বাংলা বিনোদন দুনিয়ার অনেকেই হয়তো তাঁকে চেনেন। প্রশাসনের উচ্চপদে থাকার কারণে সেটি হয়েছে। ডিসিপি অলোক চান, তাঁকে সাধারণ মানুষও চিনুক, পছন্দ করুক। পুলিশ অভিনেতা কি ধারাবাহিক দেখার সুযোগ পান? “অবশ্যই দেখি। স্নেহাশিসের ধারাবাহিকগুলো দেখতে বেশ লাগে। আকাশ আট চ্যানেলে আদ্যাপীঠের উপরে একটি ভক্তিমূলক ধারাবাহিক দেখানো হচ্ছে। ওটাও নিয়মিত দেখি”, বললেন তিনি। সঙ্গে এ-ও যোগ করলেন, ডিসিপি অলোক ঈশ্বরভক্ত। জগন্নাথ দেব তাঁর ইষ্টদেবতা।
এবি/টিএ