ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্লিং হল্যান্ডের গোলে শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে মাঠ ছাড়তে পারেনি সিটিজেনরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর তাতেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটে হল্যান্ডের এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। নিজেদের অর্ধে বল পেয়ে সতীর্থকে বাড়িয়ে দেন হল্যান্ড। টিয়ানি রেইন্ডার্সের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে একটু এগিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন নওরেজিয়ান এই তারকা।
চলতি মৌসুমে ওপেন প্লেতে এই প্রথম গোল হজম করল আর্সেনাল। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে এতো আগে গোল হজম করলো গানার্সরা।
৩২তম মিনিটে প্রথম গোলের জন্য কোনো শট নিতে পারে আর্সেনাল। ননি মাদুয়েকে হেড রাখতে পারেননি লক্ষ্যে। ২০২১ এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে প্রথম আধ ঘণ্টায় গোলের জন্য কোনো শট নিতে পারল না তারা।
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। ৪৮তম মিনিটে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি মার্তিন জুবিমেন্দি।
একের পর এক আক্রমণের সুফল পায় অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। এজের বাড়ানো বলে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন মার্টিনেল্লি।
আর তাতেই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। ৫ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি।
এমআর/টিএ