এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে দুবাইয়ে নেটে এক ভিন্ন রূপে দেখা গেল ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। সতীর্থ রবীন্দ্র জাদেজার অ্যাকশন নকল করে তিনি বোলিং করলেন বাঁহাতি স্পিনে। ব্যাটিং কোচ সিতাংশু কোঠকের চোখের সামনেই কয়েকটি ডেলিভারি স্পিন করে আবারও ফিরলেন নিজের স্বাভাবিক ছোট রান-আপের গতির বোলিংয়ে।ভারত এরই মধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
২৮ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ওমানের বিপক্ষে ছাড়া বুমরাহ এখন পর্যন্ত টুর্নামেন্টে চার ম্যাচ খেলেছেন। ওই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। চার ইনিংসে তিনি নিয়েছেন ৫ উইকেট।
সবচেয়ে ভালো বোলিং করেছিলেন বাংলাদেশের বিপক্ষে—১৮ রানে ২ উইকেট নিয়ে দলকে ৪১ রানের জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে একদিন খারাপ কাটলেও নতুন বলে এখনো বেশ কার্যকরী দেখাচ্ছে বুমরাহকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাঁহাতি স্পিনে হাত ঘোরানোর এই দৃশ্য রসিকতার আবহই তৈরি করেছে। এর আগেও একাধিকবার তাকে নেটে স্পিন বোলিং করতে দেখা গেছে।
সম্প্রতি সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের মন্তব্যের জবাবে বুমরাহ রসিক ভঙ্গিতেই প্রতিক্রিয়া দেন। কাইফ বলেছিলেন, সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে বুমরাহ ইচ্ছা করে ডেথ ওভারে বল করা এড়িয়ে যাচ্ছেন নিজেকে চোট থেকে বাঁচাতে। জবাবে বুমরাহ লেখেন, 'আগেও ভুল, এবারও ভুল।'
এদিকে নির্বাচকরা তার ফিটনেসে আস্থা রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে রেখেছেন তাকে। প্রধান নির্বাচক অজিত আগারকর জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের পর প্রায় এক মাসের বিরতি পেয়ে বুমরাহ এখন সম্পূর্ণ ফিট এবং উভয় টেস্টেই খেলতে প্রস্তুত।
গত বছর পিঠের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা বুমরাহর ফেরা ভারতের জন্য বড় প্রাপ্তি। তার বোলিং দক্ষতা এবং ফিটনেস পাকিস্তানের বিপক্ষে আসন্ন এশিয়া কাপ ফাইনালে ভারতের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারে।
এবি/টিকে