তামিলনাড়ুর করুর জেলায় নিজের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেটট্রি কাজাগম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ওই সমাবেশে পদদলিত হয়ে সবশেষ অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৮ জন শিশু এবং ১৬ জন নারী রয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা যায়, আরো ৪৬ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন।
কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসক ভি. সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।