খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, সর্বত্র বিরাজ করছে থমথমে পরিস্থিতি

মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার সড়ক অবরোধ কর্মসূচি। এদিকে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। জেলার সর্বত্র বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

সাজেকে আটকে পড়া প্রায় ২ হাজার ১৪৭ জন পর্যটককে সোমবার রাতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি শহর ও আশপাশ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে রাস্তায় বের হতে পারছেন না।

শনিবার অবরোধ চলাকালে দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় অন্তত আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিকন চাকমা (২৫) নামের এক যুবককে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এছাড়া জেলা সদরের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বর্তমানে খাগড়াছড়ি জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন আর্মড পুলিশ ও সাত প্লাটুন বিজিবি। জরুরি সেবায় নিয়োজিতদের ছাড়া সেনাবাহিনী অপ্রয়োজনীয়ভাবে কাউকে চলাচল করতে দিচ্ছে না।

খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ’আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।’

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। ঘটনার পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে আছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, ’তৃতীয় দফার অবরোধ চললেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা সদরে ১৪৪ ধারা জারি রয়েছে। যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়া গুরুত্বপূর্ণ সব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

আঞ্চলিক অর্থনীতির উপর জোর দেওয়ার দাবি জানালেন প্রধান উপদেষ্টা Sep 28, 2025
তারুণ্য মানেই প্রযুক্তি Sep 28, 2025
img
মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ Sep 28, 2025
'মনে করেছিলাম একটা প্যাঁচ এখানে লাগবেই' Sep 28, 2025
নতুন গানে ন্যান্সি ও মেজবার কণ্ঠ, ভক্তদের উচ্ছ্বাস! Sep 28, 2025
নির্বাচনে ক্রিকেটারদের অংশগ্রহণ বড় প্রাপ্তি Sep 28, 2025
দৈনন্দিন জীবনের ৬টি সুন্নত Sep 28, 2025
img
শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে এক দাবিতে অনশনে শিক্ষকরা Sep 28, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূত চিনচেত্রুর সৌজন্য সাক্ষাৎ Sep 28, 2025
img
জামায়াতের সঞ্চালন লাইন অনেক শক্তিশালী : গোলাম মাওলা রনি Sep 28, 2025
img
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ Sep 28, 2025
img
ইসরায়েলের পতাকা ছিঁড়লেন নীলা ইসরাফিল! Sep 28, 2025
img
ভারতের কাছে দু’বার হেরে বাবরকে দলে চেয়েছিল পাকিস্তান! Sep 28, 2025
img
জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যকে ‘মশকরা’ আখ্যা ছাত্রদল সভাপতির Sep 28, 2025
img
গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: ড. মুহাম্মদ ইউনূস Sep 28, 2025
img
আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ৫০ টন চাল Sep 28, 2025
img
জামায়াতের বক্তব্য ভারতের রাজনীতিকে সুবিধা দিতে পারে : জাহেদ উর রহমান Sep 28, 2025
img
৫৭ শতাংশেরও বেশি মানুষ বলছেন প্রথমে আইন-শৃঙ্খলা তারপর বাকিগুলো: জিল্লুর রহমান Sep 28, 2025
img
পূজা নিয়ে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 28, 2025
img
রকস্টার রণবীর কাপুরের জন্মদিন আজ Sep 28, 2025