রাষ্ট্রনায়কের মতো কথা বলেছেন তারেক রহমান : মাসুদ কামাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকার আজ সকালে বিবিসি বাংলায় প্রচারিত হয়েছে। এটি ছিল আংশিক সম্প্রচারিত অংশ; বাকি অংশ আগামীকাল প্রচারিত হবে।

সোমবার (৬ অক্টোবর) প্রচারিত অংশটি নিয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎকারের বিশ্লেষণ করেছেন।

মাসুদ কামাল বলেন, ‘এই সাক্ষাৎকারে এমন অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, যা শুধু রাজনৈতিক নয়, বরং দার্শনিক ও নৈতিক প্রশ্নেরও জন্ম দেয়।

 তারেক রহমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তার মন্তব্য -‘এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন দেশের গণতন্ত্রকামী জনগণ’। তারেক রহমানের এই বক্তব্যটি অসাধারণ। কারণ তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন যে আন্দোলনের পেছনে কোনো একক নেতা নয়, জনগণই ছিল মূল চালিকা শক্তি।’’

ডাকসু রাজনীতি প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য সম্পর্কেও মাসুদ কামাল বলেন, ‘‘তিনি বলেছেন ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না।

আমি তার সঙ্গে একমত।’

তবে মাসুদ কামাল যোগ করেন, ইতিহাসে কিছু ব্যতিক্রম থেকেছে-যেমন আমান খোকনের ডাকসু বিজয় ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেছিল। তখন তরুণ ভোটাররাই বিএনপিকে জিতিয়েছিল এবং ২০০১ সালেও তাদের ভোট বিএনপির পক্ষে গিয়েছিল।’’

আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্যকে মাসুদ কামাল আখ্যা দেন ‘অত্যন্ত ঠান্ডা মাথার, পরিমিত ও সংযত।

’ মাসুদ কামাল বলেন, ‘তারেক রহমান নিজের ১৭ বছরের রাজনৈতিক ইতিহাস এমনভাবে বর্ণনা করেছেন, যা হৃদয় স্পর্শ করে। মা, ভাই, পরিবার, স্মৃতি -সবকিছুর ওপর দিয়ে যে নির্যাতন গেছে, তা তিনি সংযমী ভাষায় বলেছেন। তার বক্তব্যে কোনো ক্রোধ নেই, আছে মমতা ও পরিমিতি বোধ। তার বক্তব্যে শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল।’

মাসুদ কামাল বলেন, ‘‘সবচেয়ে বড় কথা তিনি ব্যক্তিগত প্রতিশোধের কথা বলেননি।

বলেছেন, ‘সমস্ত অপরাধের বিচার হতে হবে, তবে এটি প্রতিশোধের নয়, এটি ন্যায়ের প্রশ্ন।’ রাষ্ট্রনায়কসুলভ বক্তব্য বলতে যা বোঝায়, এটাই তাই।”

মাসুদ কামাল আরো বলেন, ‘তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন-আওয়ামী লীগের অন্যায় শুধু জুলাই মাসে সীমাবদ্ধ নয়; গত ১৫ বছর ধরেই তারা যে দুঃশাসন চালিয়েছে, সেটিরও বিচার হতে হবে। এই ১৭ বছরের ইতিহাস তুলে ধরে উনি প্রমাণ করেছেন, বিএনপির আন্দোলন হঠাৎ জন্ম নেয়নি বরং দীর্ঘকালীন অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠেছে।’

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান সম্পর্কে মাসুদ কামাল বলেন, ‘‘তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। বলেছেন -‘যদি দল হিসেবে তারা অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে।’ তিনি নিষিদ্ধের কথা বলেননি, বলেছেন আইনের শাসনের কথা -এটাই তার পরিণত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।’

মাসুদ কামাল আরো যোগ করেন, ‘‘তারেক রহমান যেভাবে দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দিয়েছেন, সেটিও গুরুত্বপূর্ণ। বলেছেন, ‘যে দল বা ব্যক্তি মানুষ হত্যা করে, খুন-গুম করে, দেশের সম্পদ লুট করে -জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না।’ এই বক্তব্যে তিনি শুধু আওয়ামী লীগের অন্যায়ের বিচার চেয়েছেন তা নয়, জনগণকেও নৈতিক বিচারের আসনে বসিয়েছেন।”

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, “তিনি একাধিকবার বলেছেন -‘আমি খুব শিগগিরই ফিরব, ইনশাআল্লাহ। নির্বাচনের প্রচারণার সময় থাকব।’ এটা ইতিবাচক বার্তা এবং বিএনপির জন্য আশাব্যঞ্জক সংকেত।”

 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ Jan 07, 2026
img
আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর: কেয়া পায়েল Jan 07, 2026
img
অংশীদারিত্ব চুক্তির শেষ দফার আলোচনায় বসছে ঢাকা-ব্রাসেলস Jan 07, 2026
img
সান্তোসে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইমারের Jan 07, 2026
img
আরও বাড়বে শীতের তীব্রতা, ১২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ Jan 07, 2026
img
ইরানে বিক্ষোভের ১০ দিনে প্রাণ গেল কমপক্ষে ৩৬ জনের Jan 07, 2026
img
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল, চূড়ান্ত তালিকা প্রকাশ Jan 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা Jan 07, 2026
img
যখন আমি বাড়িতে ঢুকি, তারকা খ্যাতিকে বাইরে রেখে যাই: মাধুরী দীক্ষিত Jan 07, 2026
img
ডজন খানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করা ভালো: বিদ্যা সিনহা মিম Jan 07, 2026
img
লিটনদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় স্পন্সর ‘এসজি’ Jan 07, 2026
img
ভেনেজুয়েলায় ফেরার প্রতিশ্রুতি মাচাদোর, চান দ্রুত নির্বাচন Jan 07, 2026
img
স্প্যানিশ সুপার কাপের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ Jan 07, 2026
img
কম্প্রোমাইজ করে সিনেমা বানানো যায় না, এটা রাজকীয় ব্যাপার: সালাহউদ্দিন লাভলু Jan 07, 2026
img
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও Jan 07, 2026
img
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ Jan 07, 2026
img
বিক্ষোভে উত্তাল ইরান, হাজারের বেশি গ্রেপ্তার Jan 07, 2026
img
প্রিয় মানুষটি পাশে না থাকলে পৃথিবীটা যে শূন্য মনে হয়: হুমায়ুন ফরিদী Jan 07, 2026
img
ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প Jan 07, 2026
img

জকসু নির্বাচন

৬ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির Jan 07, 2026