প্রতীক বাছাই করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পাঠানো নির্বাচন কমিশনের (ইসি) চিঠির জবাব দিয়েছে দলটি।
ইসির চিঠির জবাবে এনসিপি জানিয়েছে, শাপলা ছাড়া ইসির বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা দলটির পক্ষে সম্ভবপর নয়।
গত ৩০ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া এক চিঠিতে শাপলা বাদে ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে নিজেদের মার্কা বাছাই করতে বলে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (০৭ অক্টেবর) ইমেইলে ইসির সেই চিঠির জবাব দেয় এনসিপি।
আইকে/টিকে