গাজায় জিম্মি মুক্তি চুক্তিতে ইতিবাচক ভূমিকা রাখায় আরব দেশ এবং মুসলিম নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের ওপর চাপ সৃষ্টি করে জিম্মিদের মুক্ত করতে দেশগুলো একত্রিত হওয়ায় তিনি এই প্রশংসা করেন।
সোমবার (১৩ই অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, "আমরা অনেক সাহায্য পেয়েছি... এমন অনেকের কাছ থেকেও, যা হয়তো অনেকে ভাবতেও পারেননি। আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।"
তিনি এই সহযোগিতাকে ইসরায়েল ও বিশ্বের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, "শান্তির অংশীদার হিসেবে এই দেশগুলোর একসঙ্গে কাজ করা ইসরায়েল এবং সমগ্র বিশ্বের জন্য এক অবিশ্বাস্য বিজয়।"
এমকে/এসএন