বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী হয়েছে। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে দেশের মানুষ। মানুষ মনে করে- আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের শর্মা হাউসের সামনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন টুকু বলেন, “এই দেশ সকলের, কাজেই দেশটিকে গড়ে তুলতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার মানুষের ওপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, হত্যা ও গুম করেছে। আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সবাই মিলে আন্দোলন গড়ে তুলেছিল। কাজেই মানুষ প্রত্যাশা করে -ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র আসবে। এখন মানুষ নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকারই দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে।।”
বিএনপির এই নেতা জানান, দ্রুততম সময়ের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত হবেন। বিএনপির নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছেন, কখন তারা তারেক রহমানকে রিসিভ করবেন ও স্বাগত জানাবেন।
পিএ/টিএ