ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সাতৈর ইউনিয়নের কানখরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মধু সাহা (৪৫) ও সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৪৩)। এ ঘটনায় সঞ্জয় বণিক সাহা ও নেপাল সাহা নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিহতরা সকলেই সাতৈর বাজারের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাদিরদী গ্রাম সনাতনী ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ছাড়া ট্রাকটিকে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের পরিবারের কোন অভিযোগ না করায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএ/টিএ