ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নলবুনিয়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন আকন মোটরসাইকেলে করে ঠিকাদারি কাজের স্থান পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনা পাথরঘাটাগামী হা-মীম পরিবহনের একটি বাস রাজাপুরের নলবুনিয়া বাজার মোড়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে পাশের ডোবায় পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার মোটরসাইকেল চালক মো. শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছি, ঘাতক বাসটি হা-মীম পরিবহনের। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে এবং তাকে সব দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় ঝালকাঠি জেলা বিএনপি। এর আগে, ৮ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে তাকে শোকজ করা হয়।
আরপি/টিএ