ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের (২৬ অক্টোবর) রাতটা ছিল অদ্ভুত। একদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন এবেরেচি এজে। ম্যাচের ৩৯তম মিনিটে আর্সেনালের হয়ে গোল করেন সাবেক এই ক্রিস্টাল প্যালেসের ফুটবলার। চলতি মৌসুম শুরুতেও একটি ম্যাচ প্যালেসের হয়ে খেলেছেন এজে।
ম্যাচে আধিপত্য ছিল আর্সেনালেরই। ৬০ শতাংশ বল দখলের পাশাপাশি ১০টি শট নিয়েছে গানাররা। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্তেতার দল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২২।
এদিকে রাতের আরেক ম্যাচে এভারটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। এই জয়ে টেবিলের তিনে উঠে এসেছে টমাস ফ্রাঙ্কের দল।
ইএ/টিএ