ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
এ সময় সালেহ আহমেদ বলেন, অন্য মন্ত্রণালয় থেকেও ভূমি-সংক্রান্ত সেবা দেওয়া হয়, কিন্তু অভিযোগ আসে শুধু ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, ভূমি সেবার বিভিন্ন ধাপে দালাল রয়েছে। তবে ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না, আইন মন্ত্রণালয়ও করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। তিনি জানান, ভূমি সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ায় মানুষ এখন ধীরে ধীরে অনলাইন সেবার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ১৭ লাখ ৭৬ হাজার মিউটেশন আবেদন জমা পড়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল প্রায় ১৩ লাখ।
তিনি আরও জানান, দেশের ৬১ জেলায় ৮২০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে নাগরিকরা সহজে সেবা পাচ্ছেন। উপজেলা পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।
টিজে/টিকে