রাজধানী ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা একটি রাষ্ট্রীয় উপহাস বলে মন্তব্য করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মেট্রো রেলের ত্রুটিপূর্ণ ব্রেকপ্যাড খুলে মর্মান্তিক মৃত্যুর শিকার আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার সরকারি ঘোষণা কত বড় রাষ্ট্রীয় মকারি (উপহাস), সেটা একটু আপনাদের জানা প্রয়োজন।’
তিনি বলেন, ‘সরকার প্রধানের জুন ২০২৫ যুক্তরাজ্য সফরের (যা অনেকেই তার ব্যক্তিগত সফর হিসেবে আখ্যায়িত করেছেন) হোটেল বিলের সঙ্গে তুলনা করলে আমরা যা দেখতে পাই তা হলো প্রধান উপদেষ্টার লন্ডনে ১ রাতের রুমভাড়া ছিল ৯,৬৭,০০০ টাকা; ৪ রাতের জন্য প্রদান করা হয়েছে ৩৮ লাখ ৬৮ হাজার টাকা।’
‘নিরাপত্তা উপদেষ্টার লন্ডনে রুমভাড়া বাবদ প্রতিদিন খরচ হয়েছে ৮,০০,০০০ টাকা; অর্থাৎ ৪ রাতে ৩২ লাখ টাকা।
এবি/টিকে