ভারতের মাটিতে দুর্দান্ত বিশ্বকাপ কাটিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন লরা উলভার্ট। তিনি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন। এই প্রোটিয়া ওপেনার পেছনে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১৬৯ রানের ঝলমলে ইনিংসের পর ফাইনালে ভারতের বিপক্ষে করেছেন আরও এক সেঞ্চুরি পেয়েছেন তিনি।
আর তাতেই শীর্ষে জায়গা করে নিয়েছেন উলভার্ট। টুর্নামেন্টজুড়ে ৫৭১ রান করেছেন তিনি। যা নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এই পারফরম্যান্সে উলভার্টের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮১৪— যা তার ক্যারিয়ার সেরাও বটে, মান্ধানার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছেন তিনি। মান্ধানা নিজেও পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছেন, তবে নকআউট পর্বে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি।
এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ আর ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে করেন ৪৫ রান। তবুও ব্যাট হাতে তিনি শেষ করেছেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭৭ রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন।
সেরা দশে জায়গা করে নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। একই অবস্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক সোফি ডিভাইনও। এই বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের জেমিমাহ রদ্রিগেজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে নয় ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে, তার অবস্থান এখন দশম।
একই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ১১৯ রান করা ফিবি লিচফিল্ডও ১৩ ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে আছেন। সাউথ আফ্রিকার মারিজান কাপও ছিলেন দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার। সেই পারফরম্যান্সে কাপ দুই ধাপ এগিয়ে এখন বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
শীর্ষে জায়গা ধরে রেখেছেন সোফি এক্লেস্টন। অ্যানাবেল সাদারল্যান্ড এক ধাপ এগিয়ে ষষ্ঠ ও কিম গার্থ সমান ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। আলানা কিং তৃতীয় স্থানে নেমে গেছেন। এদিকে নক আউটে আলো ছড়ানো ভারতের দীপ্তি শর্মা নকআউট পর্বে ব্যাটে–বলে ছিলেন উজ্জ্বল। ৭ উইকেট ও ৮২ রান করে তিনি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন চতুর্থ, পেছনে ফেলেছেন সাদারল্যান্ডকে।
আইকে/টিএ