বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের তোড়জোড় শুরু হয়েছে বেশ আগেই। গেল মাসে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু।
এদিকে বিপিএল পরিচালনার দায়িত্ব আগেই বুঝে পেয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি চলতি আসর ছাড়াও আগামী তিন মৌসুম বিপিএলের আয়োজনের দায়িত্ব পেয়েছে। ইতোমধ্যে দলও প্রায় নিশ্চিত, ৬ দল নিয়েই হবে এবারের বিপিএল।
ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স অবশ্য নেই এবারের বিপিএলে। নতুন করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাম হতে পারে রাজশাহী স্টার। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশালেরও নতুন মালিকানায় আসছে দল। তবে গুঞ্জন ছিল নতুন করে ভেন্যু হতে পারে রাজশাহী, তবে জানা গিয়েছে টুর্নামেন্ট শুরুর আগে কাজ সম্পন্ন হচ্ছে না মাঠের। যে কারণে ৩ ভেন্যুতেই হতে যাচ্ছে এবারের বিপিএলও। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র এমনটি জানিয়েছে।
এদিকে, এবারের বিপিএলের ম্যাচের অধিকাংশ খেলাই হবে ঢাকার বাইরের দুই স্টেডিয়ামে। প্রথম দিকের কয়েকটি ম্যাচ এবং শেষের দিকে মিরপুরে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিরপুরের উইকেটের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত।
সব ঠিক থাকলে আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এ ছাড়া ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বিপিএলের ১২তম আসর।
আইকে/টিএ