অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডারের হয়ে আসন্ন আসরে খেলা হবে না ভারতীয় অফস্পিনার আর অশ্বিন। চেন্নাইয়ের অনুশীলনে হাঁটুর চোট পান তিনি, পরে অস্ত্রোপচার করা হয়। ফলে আসন্ন এই লিগে তিনি আর অংশ নিতে পারবেন না।
অশ্বিন জানান, সুযোগ হারিয়ে তিনি ভীষণ হতাশ। বিবিএলে খেলা হলে প্রথমবারের মতো কোনো টেস্ট- খেলা ভারতীয় ক্রিকেটার এই টুর্নামেন্টে মাঠে নামতেন। থান্ডার জানিয়েছে, তারা অশ্বিনের জন্য নতুন একটি পরিকল্পনা সাজাচ্ছে - যাতে তিনি খেলা না খেললেও দলের সঙ্গে থেকে কিছু কার্যক্রমে যুক্ত থাকতে পারেন।
ইনস্টাগ্রামে থান্ডার সমর্থকদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে অশ্বিন জানান, চেন্নাইয়ে অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পান এবং এরপর অস্ত্রোপচার করতে হয় তাকে। তাই ডিসেম্বর ১৪ থেকে জানুয়ারি ২৫ পর্যন্ত চলা এই বিবিএল মৌসুমে তিনি আর মাঠে নামতে পারবেন না।
চোটের খবর পেয়েই সিডনি থান্ডার জানিয়েছে, তারা অশ্বিনের সঙ্গে কাজ করছে একটি নতুন কার্যক্রমের সময়সূচি নিয়ে যাতে হয়তো তিনি খেলা না খেললেও দলের সঙ্গে থেকে কাজ করতে পারবেন।
অশ্বিন বলেন, "বিবিএল মিস করতে হচ্ছে, এটা আমাকে সত্যিই ভেঙে দিয়েছে। এখন লক্ষ্য দ্রুত সুস্থ হওয়া এবং আরও শক্তভাবে ফিরে আসা।"
"থান্ডার পরিবার এবং সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। ট্রেন্ট (কোপল্যান্ড) ও পুরো ম্যানেজমেন্ট আমাকে প্রথম দিন থেকেই পরিবারের সদস্যের মতো গ্রহণ করেছে। রিহ্যাব আর ভ্রমণের সুযোগ হলে অবশ্যই পরে দলের সঙ্গে থাকতে ও ভক্তদের সঙ্গে দেখা করতে চাই। থান্ডারের দু’দলকেই বড়সাফল্যের শুভকামনা।”
টিএম/টিএ