বলিউড হোক কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, বয়স বাড়লেও পর্দায় ‘চার্মিং, ফ্ল্যামবয়েন্ট’ অবতার বহাল রাখতে মরিয়া হয়েছেন নায়করা! বার্ধক্যের ভারে শারীরিক গড়ন, চেহারা যুঁতসই না হলেও ‘হিরো ইমেজ’ ভাঙতে চাননি নায়কদের একাংশ। তার জেরে অবশ্য কটাক্ষ, সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদের। সাম্প্রতিক অতীতে এহেন উদাহরণ নেহাত কম নয়! তবে শাহরুখ খান হাঁটলেন অন্য পথে। ‘জওয়ান’ ছবিতে পাক ধরা চুল-দাঁড়িতে অ্যাকশন করে বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যতেও এহেন চরিত্রে বলে বলে ছক্কা হাঁকাবেন তিনি। আর সেই সুযোগটাই লুফে নিলেন সুজয় ঘোষ, সিদ্ধার্থ আনন্দরা! তৈরি হল ‘কিং’ ছবির প্লট। যেখানে বুড়ো হাড়ে হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যে ‘ভেলকি’ দেখাবেন শাহরুখ।
কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে এই ছবিতে? ‘কিং’ ঘোষণার পর থেকেই সেই কৌতূহল তুঙ্গে। এবার ষাটে পা রেখে নিজেই সেই কৌতূহলের পারদ চড়ালেন হালকা ইঙ্গিত দিয়ে। শাহরুখ বলছেন, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?” কানাঘুষো, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের।
উল্লেখ্য, দর্শক-অনুরাগীদের কাছে শাহরুখ ‘রোম্যান্স কিং’ হলেও কেরিয়ারের গোড়া থেকে বহুবার ‘ব্যাড বয়’ হিসেবে ধরা দিয়েছেন। সে তালিকায় ‘ডর’, ‘আনজাম’, ‘বাজিগর’, ‘ডন’-এর মতো ছবিগুলি রয়েছে। কিন্তু ষাটের দোরগোড়ায় এসে ফের কেন এমন হাইভোল্টেজ খলচরিত্র বাছলেন তিনি? এপ্রসঙ্গে শাহরুখের উত্তর, “অভিনেতা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা খুব দরকার। বিশেষ করে একেকটা গল্পকে একেক আঙ্গিকে দর্শকদের পাতে পরিবেশন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনওটা রোম্যান্টিক, কোনওটা কমিক আবার কোথাও নায়ক হিসেবে চরিত্রের মদ্য দিয়ে অনুপ্রেরণা জোগাতে হয়। আর আমি সেটাই চেষ্টা করছি। কারণ ১-২ বছরে হয়তো একটা বড়মাপের ভালো সিনেমা করি আমি। কারণ আজকাল সিনেমা তৈরি করাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয়, যেটুকু কাজ করব সেটা যেন ভালো করে করতে পারি, যাতে দর্শকরা নিরাশ না হন।”
এসএন