প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের জন্মদিন আজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০২০ সালের ৬ জুলাই না ফেরার দেশে চলে যান তিনি।
এদিকে আজ প্রয়াত এই কিংবদন্তির জন্মদিন হলেও দিনটিকে ঘিরে কোথাও কোনো আয়োজন দেখা যায়নি। বলা যায়, অনেকটা নীরবেই অতিবাহিত হলো দিনটি।
যদিও জীবদ্দশায় জন্মদিনকে খুব বেশি গুরুত্ব দিতেন না এন্ড্রু কিশোর। ঘরোয়া পরিবেশে পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করতেন। মৃত্যুর পর পরিবার তার স্মৃতিতে জন্মদিন পালন করে, রাজশাহীর সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করে।
১৯৫৫ সালের আজকের এই দিনে (৪ নভেম্বর) রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর।
রাজশাহীতে জন্ম নেওয়া কিশোরের প্রথম শিক্ষা মায়ের কাছেই। মা ছিলেন সংগীতপ্রেমী। তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছায় এন্ড্রু কিশোর সংগীতাঙ্গনে পা রাখেন।
প্রাথমিকভাবে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সংগীত শিক্ষা নেন। স্বাধীনতার পর তিনি নজরুল, রবীন্দ্র, আধুনিক, লোকসংগীত ও দেশাত্মবোধক গানে দক্ষতা অর্জন করে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন।
১৯৭৭ সালে চলচ্চিত্র ‘মেইল ট্রেন’-এর ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে প্লেব্যাক শুরু করেন। এরপর ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘প্রতিজ্ঞা’সহ অসংখ্য ছবিতে গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পান।
১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ ছবির ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
তার কণ্ঠে জীবন পেয়েছে অসংখ্য কালজয়ী গান। ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘দাক দিয়াছেন দয়াল আমারে’, ‘এক জনমের ভালোবেসে ভরবে না মন’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’ প্রভৃতি উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লিপিকা এন্ড্রু ইতির সঙ্গে। এই দম্পতির দুই সন্তান সংজ্ঞা ও সপ্তক।
এসএন