অভিনয়ের বাইরে সোজাসাপ্টা কথার জন্যও সমানভাবে আলোচনায় থাকেন অভিনেত্রী সোহিনী সরকার। এবারও নিজের অবস্থান স্পষ্ট করে জানালেন তিনি। সমাজ, রাজনীতি আর শিল্পীর দায়বদ্ধতা নিয়ে যখন নানা আলোচনা, তখন এক সরল অথচ গভীর বক্তব্য দিলেন সোহিনী—
“আমরা সাধারণ মানুষ। বিপদে পড়লে কোনও দলের সমর্থন পাব না। আমি তো কোনও দলেরই নই।”
এই কথার মধ্যেই যেন ধরা পড়েছে বর্তমান সময়ের শিল্পীদের এক বাস্তব অনুভূতি। সোহিনী জানালেন, তিনি সবসময় মানুষ হিসেবেই থাকতে চান, কোনও দলের তকমা নিজের উপর বসাতে চান না।
অভিনেত্রীর মতে, শিল্পীর কাজ সমাজের প্রতিফলন দেখানো, কোনও নির্দিষ্ট মত বা মতাদর্শের প্রচার নয়। তাই তিনি নিজের শিল্পকর্মের মাধ্যমে মানুষের মনের কথা বলতে চান, রাজনীতির ভাষায় নয়।
ভক্তরা বলছেন, সোহিনীর এই বক্তব্যে আবারও দেখা গেল তাঁর নির্ভীক ব্যক্তিত্ব ও আত্মসম্মানবোধের প্রকাশ— যা তাঁকে শুধু অভিনেত্রী নয়, এক সচেতন নাগরিক হিসেবেও আলাদা করে তুলে ধরে।
আরপি/এসএন