বলিউড বাদশাহ শাহরুখ খান তার ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। তার হাত ধরে অভিনয় শুরু করেছেন এমন নায়িকাদের তালিকাও ছোট নয়। আর এই তালিকায় আছেন বলিউডের অন্যতম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি।
নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত বিশাল 'মিট অ্যান্ড গ্রীটে' শাহরুখ খান ‘কিং’ নিয়ে এক ঝলক প্রত্যাশার কথা শোনান। দীপিকার সঙ্গে আবার একসঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে সিনেমায় দীপিকা আছে, ভালোবাসা তো থাকবেই।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ এ দীপিকার অভিষেকের পর থেকে দুজনের অনবদ্য রসায়ন দর্শকদের বারবার মুগ্ধ করেছে। আর দুই বছর আগেই ‘পাঠান’-এ দুই তারকা আবারও প্রমাণ করেছিলেন কেন তারা বড় পর্দার সেরা জুটিগুলোর একটি। এবার সেই জুটি ফিরছে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’ এ। এই সিনেমায় আরও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন ও রানি মুখার্জি।
শাহরুখ আরও বলেন, তিনি সাধারণত ‘হিরো–হিরো’ ধরনের চরিত্র কমই করেন। ‘করণ অর্জুন’ ছাড়া উল্লেখযোগ্য উদাহরণ নেই বললেই চলে। তাই পরিচালক হিসেবে সিদ্ধার্থ তাকে যে নির্দেশনা দিয়েছেন, তা তিনি মন দিয়ে শিখেছেন। একই সঙ্গে তিনি পরিচালক সিদ্ধার্থকে, অত্যন্ত নান্দনিক নির্মাতা হিসেবে উল্লেখ করেন। ‘কিং’ সিনেমা হতে যাচ্ছে শাহরুখ ও দীপিকার ছয় নম্বর চলচ্চিত্র একসঙ্গে। দুই তারকার এই প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের উচ্ছ্বাস এখনই তুঙ্গে।
এসএন