বলিউড অভিনেত্রী জেরিন খান মারা গেছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।
পরিবারের এক বিবৃতিতে জানানো হয়, পরিবারের মাঝে শান্তিপূর্ণ পরিবেশে তিনি পরপারে পাড়ি জমান। তারা শোকের এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।
প্রবীণ অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী জেরিন খান। এছাড়া তার দুই সন্তান সুসান খান এবং জায়েদ খান বলিউডে বেশ চর্চিত নাম। জায়েদ খান অভিনেতা হলেও সুসান পরিচিত বলিউড তারকা ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী হিসেবে। এছাড়া তার আরও দুই সন্তান আছেন-ফারাহ খান আলি এবং সিমোন আরোরাকে।
১৯৬৬ সালে সঞ্জয় খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেরিন খান। তাদের প্রেমের গল্পটি বলিউডে বেশ পরিচিত-শোনা যায়, এক বাসস্ট্যান্ডে আকস্মিক দেখা থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা পরিণত হয় আজীবনের বন্ধনে।
বিয়ের আগে জেরিন খান অল্প সময়ের জন্য বলিউডে কাজ করেছিলেন। তিনি দেব আনন্দ অভিনীত তেরে ঘর কে সামনে (১৯৬৩) চলচ্চিত্রে ‘জেনি ফার্নান্দেজ’ চরিত্রে অভিনয় করেন এবং এক ফুল দো মালি ছবিতেও দেখা যায় তাকে।
পরবর্তীতে তিনি নিজেকে একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার ও খাদ্যরসিক লেখক হিসেবে গড়ে তোলেন। তার কন্যা সুসান খান মায়ের পথ অনুসরণ করে সৃজনশীল অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন।
টিজে/টিকে