পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে তার ক্যারিয়ার, গোল করার ক্ষমতা, বিশ্বকাপ ও সৌদি ফুটবল নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে তিনি বিশেষভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল কিছু বিষয় তুলে ধরেন।
রোনালদো জানান, লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার ২০২৫ সালের জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও জোতার শেষকৃত্যে ক্লাব ও জাতীয় দলের কিছু সতীর্থ যোগ দেন, রোনালদো সেখানে যাননি। তিনি বলেন, ‘আমি চাইনি বিষয়টি একটা সার্কাসে পরিণত হোক। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর কখনো কবরস্থানে যাইনি। যেখানেই যাই, ভিড় জমে, হইচই হয়। আমি এমন মনোযোগ চাই না।’
তিনি আরও জানান, সংবেদনশীল মুহূর্তে সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছিল বা ফুটবল নিয়ে কথা বলছিল, এবং সেটি তিনি পছন্দ করেননি। রোনালদো বলেন, ‘যেখানে যাই, সেখানে সবাই আমার দিকে তাকায়। তাই বাইরে যাই না।’
গোল করার সক্ষমতা নিয়ে রোনালদো মন্তব্য করেন, ‘বাজে একটি মৌসুমেও যখন আল নাসর কোনো ট্রফি জেতেনি, তখনো আমি ২৫টি গোল করেছি। যদি প্রিমিয়ার লিগে থাকতাম, তখনো একই রকম পারফর্ম করতাম। ভালো দলে থাকলে ৪০ বছর বয়সেও একই রকম পারফর্ম করতে পারতাম।’
২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়া রোনালদো সৌদি প্রো লিগকে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘মানুষ যা খুশি বলতে পারে, কিন্তু সংখ্যাগুলো মিথ্যা নয়। সৌদি লিগে ৪০ ডিগ্রি তাপমাত্রায় খেলতে কত কষ্ট হয়, তারা জানে না। আমার মতে, সৌদি লিগ পর্তুগিজ লিগের চেয়ে অনেক ভালো।’ রোনালদো বলেন, ‘ফরাসি লিগে শুধু পিএসজি ভালো। প্রিমিয়ার লিগ অবশ্যই ১ নম্বর। স্পেনে গোল করা সৌদিতে গোল করার চেয়ে আমার কাছে সহজ।’
বিশ্বকাপ নিয়ে রোনালদো বলেন, ‘মেসির আগে আর্জেন্টিনা কতটি বিশ্বকাপ জিতেছে, জানি না। এটি স্বাভাবিক। যদি ব্রাজিল জেতে, চমকপ্রদ হবে না। যদি পর্তুগাল জেতে, সবাই অবাক হবে। আমরা জিততে পারি? হ্যাঁ, লড়াই করব। আমি পর্তুগালের ইতিহাসে তিনটি শিরোপা জিতেছি। এর আগে পর্তুগাল কিছুই জেতেনি।’ রোনালদোর এই সাক্ষাৎকার ফুটবলপ্রেমীদের জন্য তার ব্যক্তিগত ভাবনা, পেশাদার মনোভাব ও সংবেদনশীলতা উভয়ই প্রকাশ করছে।
এবি/টিকে