বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের একজন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের জীবনে এসেছে এক নতুন অধ্যায়, এক গভীর আনন্দের মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই সুখবরটি জানিয়েছেন তারা। একসঙ্গে লেখা সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন—জীবনে এসেছে অপার আনন্দের উপলক্ষ, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে তারা তাঁদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছেন।

বিনোদন জগতের ভক্ত ও সহকর্মীরা ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর। দীর্ঘদিনের গোপন সম্পর্ক শেষে ২০২১ সালে রাজস্থানের দুর্গে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই এই দম্পতি বলিউডের অন্যতম আলোচিত জুটি। তবে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ছিল গোপনীয়তা। তাই এই পুত্রসন্তানের আগমনের খবর যেন এক অনাবিল চমক হয়ে এসেছে ভক্তদের জন্য।
অভিনয়জগতের ব্যস্ততার মাঝেও এই সুখবর এনে দিল এক নতুন আবেগের সূচনা। ক্যাটরিনার ঘনিষ্ঠরা জানিয়েছেন, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। এখন সময় পরিবারে একান্তে এই আনন্দ ভাগ করে নেওয়ার।
এ যেন বলিউডের ঝলমলে দুনিয়ায় ভালোবাসা ও পরিপূর্ণতার এক স্নিগ্ধ পর্ব—যেখানে আলো আর ক্যামেরার বাইরে বাস্তব জীবনের সুখও ঝলমল করছে সমানভাবে।
আরপি/ টিকে