রুপালি পর্দার জাদুকরী আলো ছুঁয়ে আজও ঝলমলে টলিউডের নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় জীবনের ক্যারিয়ারে পার করেছেন ৩৬ বছর। আজ প্রিয় নায়িকার শুভ জন্মদিন।
১৯৭১ সালের ৭ নভেম্বর আজকের দিনে জন্মগ্রহণ করেন ঋতুপর্ণা। দেখতে দেখতে ৫৪ বসন্ত পার করলেন। বাংলা চলচ্চিত্রের তিনি অন্যতম সফল অভিনেত্রী।
নব্বই দশকে তার অভিনয় জীবনের যাত্রা শুরু। সেই সময় থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মলিন হয়নি অভিনেত্রীর সৌন্দর্য।
রূপের পাশাপাশি অভিনয় আর ব্যক্তিত্বে যেন আরও দীপ্ত হয়ে উঠছে ঋতুপর্ণা। শুধু একজন নায়িকা নন, তিনি এক চলমান কবিতা, যার প্রতিটি দৃশ্য, সংলাপে আছে নরম আবেগ আর গভীর শিল্পচেতনা। পঞ্চাশ পেরিয়েও তিনি একইভাবে লাস্যময়ী।
নতুন প্রজন্মের নায়িকাদের ভিড়েও উজ্জ্বল ঋতুপর্ণা। যেখানে গ্ল্যামারের সঙ্গে আছে মাটির গন্ধ, রোমান্সের সঙ্গে বাস্তবের ছোঁয়া। দর্শকদের কাছে তিনি শুধু প্রিয় মুখ নন বরং এক নস্টালজিয়া, যা বারবার ফিরিয়ে আনে বাংলা চলচ্চিত্রের সোনালি দিনগুলোকে।
৩৬ বছরের দীর্ঘ চলচ্চিত্র যাত্রায় নিজের স্থান ধরে রেখেছেন আজও। বাংলা থেকে হিন্দি সিনে দুনিয়া- সব পর্দাতেই তার অভিনয়ের ঝলক দেখিয়েছেন তিনি। প্রতিটি চরিত্রেই নতুন রঙে একেছেন নারীর গল্প। কখনো শান্ত নদীর মতো মৃদু, কখনো অগ্নিশিখার মতো তীব্র।
ঋতুপর্ণা প্রমাণ করেছেন, সৌন্দর্যের সঙ্গে গভীর অভিনয়বোধও তার সমান সম্পদ। ঢালিউড সিনেমার ইতিহাসেও এ টালিউড অভিনেত্রীর আছে এক অনন্য অধ্যায়। রুপালি পর্দার জাদুকরী এই মুখ ভবিষ্যতে আরও আলো ছড়াবে আপন দীপ্তিতে, এমনটাই প্রত্যাশা অনুরাগীদের।
এমআর/টিকে