দীর্ঘ প্রায় আট মাস পর জাতীয় দলে ফিরলেন ফিল ফোডেন। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের জন্য জুড বেলিংহ্যামকেও দলে ফিরিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
নভেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়া ও আলবেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ দুটির জন্য শুক্রবার ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন টুখেল।
সাম্প্রতিক সময়ে বেশ ভালো ছন্দে আছেন ড্যানি ওয়েলবেক। ব্রাইটনের হয়ে প্রিমিয়ার লিগে গত পাঁচ ম্যাচের চারটিতেই জালের দেখা পেয়েছেন তিনি, গোল করেছেন ছয়টি। তারপরও ৩৪ বছর এই ফরোয়ার্ডকে দলে ফেরাননি টুখেল।
চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা রিয়াল মাদ্রিদ ফুলব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড এখনও ছন্দ খুঁজে ফিরছেন, তাই তাকে ডাকেননি কোচ।
ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে গিয়ে পুরনো রূপে ফেরার আভাস দিলেও টুখেলের আস্থা অর্জন করতে পারেননি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্লাব সতীর্থ বেলিংহ্যাম ফিটনেস সমস্যার কারণে গত মাসে ইংল্যান্ডের দুই ম্যাচে খেলতে পারেননি, সেই সময় কেবলই কাঁধের চোট থেকে সেরে উঠেছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটির প্লেমেকার ফোডেন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত মার্চে। চলতি মৌসুমের প্রথম দিকে একেবারেই ফর্মে ছিলেন না তিনি, সিটির একাদশেও হয়ে পড়েছিলেন অনিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে আবার সেরা ছন্দে ফেরার আভাস দিয়েছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার।
জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কট। এবারের গ্রীষ্মে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।
অক্টোবরে লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ‘কে’ গ্রুপের সেরা হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ইংল্যান্ড। প্রথম ছয় রাউন্ডে সবগুলো জিতে তাদের পয়েন্ট ১৮।
আগামী বৃহস্পতিবার বাছাইয়ে পরের ম্যাচে তারা ঘরের মাঠে খেলবে সার্বিয়ার বিপক্ষে। এর তিন দিন পর তারা খেলবে আলবেনিয়ার মাঠে।
এমআর/টিকে