মনোনয়ন বঞ্চনার ক্ষোভ

চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগ, যুবদল নেতার জিডি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ফেসবুকে বিএনপির মিডিয়া সেলসহ নামে-বেনামে একাধিক আইডি-পেজ খুলে কুৎসা রটনা করা হচ্ছে বলে অভিযোগ।

এমনকি পেজগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া দলটির আরেক শীর্ষ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও যাচ্ছেতাই লেখা হচ্ছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। কিন্তু এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে।

অভিযোগ উঠেছে, এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা। তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে তারা ফেসবুকে সরব হয়ে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া সরওয়ার জামালের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গত বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন লায়ন হেলাল উদ্দিনসহ তিন মনোনয়নপ্রত্যাশী।

এদিকে যুবদল নেতা মোহাম্মদ ফারুকের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি মিডিয়া সেল নামের ভুয়া ফেসবুক পেজ এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মনোনয়ন বঞ্চনার ক্ষোভে এই গোষ্ঠী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এলাকায় চিহ্নিত যুবলীগ কর্মীদের সঙ্গে রাতের আঁধারে সশস্ত্র মহড়া দিয়েছে এবং মনোনয়নপ্রত্যাশী এক ব্যক্তির নামে স্লোগান দিয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে হেলালের অনুসারীরা দলের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। অনলাইনে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দলীয় একতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

২০০৪ সালে বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন হেলাল উদ্দিন। তার বিরুদ্ধে আনোয়ারায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় কোন্দলের অভিযোগও ছিল। এসব অভিযোগ ঘিরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়েছিল। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালের অক্টোবরে তাকে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে বহিষ্কার করা হয়।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 07, 2026
img
খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না : রুমিন ফারহানা Jan 07, 2026
img
বিস্তারিত জানতে আইসিসির চিঠি, আজই জবাব দেবে বিসিবি Jan 07, 2026
img
আমি চাই সাকিব বাংলাদেশে ফিরুক ও এখানে খেলুক: মইন আলি Jan 07, 2026
img
এনসিপিকে ১০ আসন ছাড়ের খবরে ডা. তাহেরের মন্তব্য Jan 07, 2026
img
মাঘের আগেই 'কাঁপানো শীত', শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য Jan 07, 2026
img
সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পাব: মাচাদো Jan 07, 2026
img
ভেনেজুয়েলার ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ Jan 07, 2026
img
মাদুরো আমার নাচ নকল করে: ট্রাম্পের নতুন অভিযোগ Jan 07, 2026
img
ভারতে না খেলার সিদ্ধান্ত নিলেন গলফাররা Jan 07, 2026
img
আমি ভীষণ রকম অদ্ভুত: মেসি Jan 07, 2026
img
নিজেকে ছোট মনে করবেন না: এমা স্টোন Jan 07, 2026
img
মোংলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত Jan 07, 2026
img
একদিনে টিকিটবিহীন প্রায় ২ হাজার যাত্রীর কাছ থেকে ৪ লাখ টাকা আদায় Jan 07, 2026
img
ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি Jan 07, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল চালু Jan 07, 2026
img
বিয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি: মাধুরী দীক্ষিত Jan 07, 2026
img
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত Jan 07, 2026
img
সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের কার সম্পদ কত? Jan 07, 2026
img
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো সৌদি আরব থেকে Jan 07, 2026