টালিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে ‘প্রাক্তন’ সিনেমাতে আবার এক হয়েছিলেন। সেই সফলতার পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রাক্তন ২’।
আগের মতোই এই সিক্যুয়েলে থাকছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নতুন চরিত্রে ভাবা হচ্ছে দেবশ্রী রায়কে।
ইতিমধ্যেই তাকে প্রস্তাব পাঠানো হয়েছে, তার শিডিউল মিললেই শুরু হবে শুটিং। প্রসেনজিৎ জানান, দেবশ্রীর সঙ্গে তার দীর্ঘদিনের দূরত্ব কাটলেও এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
১৯৯০-এর দশকে বহু হিট সিনেমার জুটি ছিলেন তারা এবং বাস্তবেও দম্পতি ছিলেন; ১৯৯২ সালের তিন বছরের মধ্যেই বিচ্ছেদ হয়। সেই বিচ্ছেদের পর পর্দায় আর দেখা যায়নি তাদের। ১৯৯৪ সালের ‘উনিশে এপ্রিল’ ছিল তাদের শেষ কাজ। যদি দেবশ্রী রাজি হন, তাহলে প্রায় তিন দশক পর আবার প্রসেনজিৎ–দেবশ্রী–ঋতুপর্ণাকে একসঙ্গে দেখা যেতে পারে ‘প্রাক্তন ২’-এ ।
ইউটি/টিএ