ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।
শুক্রবার (২১ নভেম্বর) দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় পোস্টাল ভোট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত প্রবাসীদের ভোটার নিবন্ধন, নথিপত্র যাচাই, সুষ্ঠু ভোটগ্রহণ এবং আইনি ও কারিগরি চ্যালেঞ্জ বিষয়ে উপস্থিত নেতাদের অবহিত করেন। তিনি বলেন, ভোটাধিকার সংরক্ষণে দূতাবাস সবসময় আন্তরিক এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।
এসময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনগত জটিলতা, নতুন প্রজন্মের ভাষা-সংস্কৃতি রক্ষা, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ও কমিউনিটির সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান রিয়াদ হোসেন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, যুব সচিব মেহেদী হাসান, রোম আঞ্চলিক সংগঠক মোহাম্মদ ফয়সাল কবির ও অন্য নেতারা।
বৈঠকে দুই পক্ষ প্রবাসীদের সেবা, যোগাযোগ এবং তথ্যপ্রবাহ আরও জোরদার করার বিষয়ে একমত হন। রাষ্ট্রদূত সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ বৈঠক প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে ও কমিউনিটির উন্নয়নে ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরপি/টিকে