বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময় জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘বিগত দিনে মঈন উদ্দিন-ফখরুদ্দিনের একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সরকারের সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর আপনারা ভোটকেন্দ্রে গেলেও নিজের ভোটটা দিতে পেরেছেন কিনা সন্দেহ আছে।’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাইস্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এ জনসভায় কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।
সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, এদেশে আর সেই পুরনো দিনের আমি-ডামির নির্বাচন, দিনের ভোট রাতে বা ১৫৩টি সিট বিনা ভোটে নির্বাচিত এই রকম নির্বাচন কিন্তু আর হবে না। তাই আজকে সময় এসেছে, সুযোগ এসেছে আপনাদের জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষার জন্য ভোট দিয়ে দেশ গঠন করার সুযোগ দিতে হবে।
আবার স্বনির্ভর বাংলাদেশ গড়ার কিন্তু সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আপনারা ধানের শীষে ভোট দিন।
গোপালগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, আপনারা যদি ভোট দিয়ে গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবরকে নির্বাচিত করেন আর গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) থেকে আমাকে সহযোগিতা করেন আমি যদি নির্বাচিত হই তাহলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল বসার খায়ের, অ্যাডভোকেট এম এ আলম সেলিম, এম. তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবীর বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
আরপি/টিকে