জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী হরমন সিধু ৩৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রতিভাবান এই শিল্পী। শনিবার সকালে নিজের গ্রাম খিয়ালায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাঞ্জাবের খিয়ালা গ্রামের কাছে মানসা-পটিয়ালা রোডে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে গায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, হরমনের গাড়িটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা গায়কের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই ছিল না। ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খুব অল্প সময়ের মধ্যেই পাঞ্জাবি গানের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিলেন হরমন সিধু। বিশেষ করে সহশিল্পী মিস পূজার সঙ্গে তার গাওয়া ‘পেপার ইয়া পেয়ার’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
এই জুটির রসায়ন ও একাধিক হিট গান শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। হরমনের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মুলতান ভার্সেস রাশিয়া’, ‘কোই চক্কর নেহি’ এবং ‘বেবে বাপু’।
তরুণ এই শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার, স্বজন এবং অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে গায়কের আত্মার শান্তি কামনা করছেন তার সহকর্মী ও ভক্তরা।
আইকে/টিএ