দীর্ঘদিনের অপেক্ষার অবসান। দুবছরের বেশি সময় পর ঘরের মাঠে ফিরেছে বার্সেলোনা। ফিরেই জয় তুলেছে। ন্যু ক্যাম্পে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ৪ গোলে উড়িয়ে আধিপত্য বজায় রেখেছে। স্প্যানিয়ার্ড তারকা ফেররান তরেস করেছেন জোড়া গোল।
ক্যাম্প ন্যুতে প্রথমার্ধের শুরুতে বার্সাকে লিড এনে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। ম্যাচের চতুর্থ মিনিটে বিলবাওয়ের জালে মৌসুমের সপ্তম লিগ গোলটি করেন তিনি।
প্রথমার্ধের ৩২ মিনিটে বিলবাওয়ের গোলবার লক্ষ্য করে নেয়া শটে ব্যর্থ হলেও যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।
দ্বিতীয়ার্ধ এসেই আবারও গোলের দেখা পায় কাতালুনিয়ান ক্লাবটি। ম্যাচের ৪৮ মিনিটে বিলবাওয়ের জালে দলের তৃতীয় গোলটি জড়ান ফেরমিন লোপেজ।
৫৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বিলবাও। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ওহিয়ান সানচেজ। ম্যাচের ৯০ মিনিটে তরেস আরেকটি গোল জড়ান বিলবাওয়ের জালে। ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।
৯১০ দিন পর ফিরে স্পোটিফাই ক্যাম্প ন্যুতে ছিল না প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাবের কোন সমর্থক। নিরাপত্তা বিবেচনায় প্রতিপক্ষ সমর্থকরা ন্যু ক্যাম্পে আসতে পারেনি এমন দিনটিতে।
১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিল শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে।
আইকে/টিএ