দুটি বিশাল রামায়ণ-ভিত্তিক প্রজেক্ট ঘিরে এখন বলিউড ও দক্ষিণী সিনেমা জগতে উত্তেজনা তুঙ্গে। এসএস রাজামৌলির ‘ব্রহ্মাণ্ডব্যাপী’ পরিকল্পনার সিনেমা ‘ভারাণাসি’-তে মহেশ বাবু লর্ড রামার ভূমিকায় আসছেন, আর নিতেশ তিওয়ারির ₹৪০০০ কোটি বাজেটের ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুরকে দেখা যাবে প্রধান চরিত্রে। ইন্টারনেটে ইতোমধ্যেই শুরু হয়েছে কে হবে “সেরা রাম” তা নিয়ে দর্শক ও সমালোচকদের তর্ক-বিতর্ক।
তবে বাস্তবতা হচ্ছে, দুই সিনেমার রামার উপস্থাপনা একেবারে ভিন্ন প্রসঙ্গে কাজ করছে। মহেশ বাবুর রামা ‘ভারাণাসি’-তে যদিও সময়ের সীমিত, কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজামৌলির বিস্তৃত, বহু-সময়কালীন ন্যারেটিভে এই চরিত্র প্রতীকী, শক্তিশালী এবং স্মরণীয় হয়ে ওঠে। সিনেমাটির মহাকাব্যিক দৃশ্য এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালগুলোতে মহেশ বাবুর উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে।
অন্যদিকে, রণবীর কাপুরের রামা পুরো সিনেমার কেন্দ্রবিন্দু। নিতেশ তিওয়ারির প্রজেক্টের গল্প এবং আবেগের ভার তার কাঁধে। সিনেমার মূল ভিজ্যুয়াল, নাটকীয়তা ও দর্শক আবেগের ভিত্তি রণবীরের অভিনয়ে স্থাপন করা হয়েছে।
এমকে/এসএন