মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। সম্প্রতি শহিদ মেজর মোহিত শর্মার মা-বাবা দিল্লি হাই কোর্টে আবেদন করেন, ছবিটির বিষয়বস্তুর সঙ্গে তাদের ছেলে মেজরের জীবন মিল থাকলেও নির্মাতারা কোনও অনুমতি নেননি। এ আবেদনেই আদালত শুক্রবার সেন্সর বোর্ডকে নির্দেশ দেয় মেজরের পরিবারের অভিযোগ বিবেচনা করে দেখার জন্য।
মেজরের পরিবার অভিযোগ করেন, ট্রেলারে প্রদর্শিত জওয়ানদের সামরিক কৌশল এবং বাস্তব প্রেক্ষাপট দেশের সুরক্ষা বিঘ্নিত করতে পারে। এই প্রেক্ষিতে আদালত চূড়ান্ত নির্দেশ দেন, সেন্সর বোর্ড ছবিটি সেনাবাহিনীর কাছে পাঠাবে। সেন্সর বোর্ডের পক্ষে কেন্দ্রীয় সরকারের আইনজীবী আশিস দীক্ষিত জানান, এখনও ‘ধুরন্ধর’-কে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়নি।
অন্যদিকে, নির্মাতাদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ‘ধুরন্ধর’ কোনও বায়োপিক নয়, এটি একটি কাল্পনিক গল্প। পরিচালক আদিত্য ধরও সাম্প্রতিক পোস্টে এই বিষয়টি স্পষ্ট করেছেন। তবে মেজরের পরিবারের আইনজীবী পাল্টা যুক্তি দেন, অনেক দৃশ্যের সঙ্গে মেজরের জীবনের মিল রয়েছে এবং অনুমতি না নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
আইনজীবীদের যুক্তি বিবেচনার পর আদালত সেন্সর বোর্ডকে নির্দেশ দেন ছবিটি সেনাবাহিনীর কাছে পর্যালোচনার জন্য পাঠাতে। জওয়ানদের অনুমোদন মিলে গেলে তবেই সেন্সরের ছাড়পত্র পাওয়া সম্ভব হবে। এরই মধ্যে ‘ধুরন্ধর’ অগ্রিম বুকিংয়ে ধুমধাম সৃষ্টি করেছে, টিকিটের দাম উঠেছে ২০০০ টাকা পর্যন্ত। আদালতের নতুন রায় এবং সেন্সরের পুনর্বিবেচনার কারণে মুক্তি কিছুটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমকে/এসএন