পার্থে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে দুই দিনেই হেরেছে তারা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক বেন স্টোকসসহ দলের তিন ক্রিকেটার মাঠের বাইরের ঘটনায় শিরোনাম হলেন। সড়ক আইন লংঘন করে পুলিশের নজরে পড়েছেন তারা।
হেলমেট ছাড়া ব্রিসবেনের রাস্তায় ই-স্কুটার চালিয়েছেন স্টোকস, মার্ক উড ও জেমি স্মিথ। কুইন্সল্যান্ডের সড়ক আইনের ২৫৬এ (১) ধারা অনুযায়ী, হেলমেট ছাড়া স্কুটার চালালে রাইডারকে সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে।
কুইন্সল্যান্ডের আইন অনুযায়ী সব রাইডারকে হেলমেট পরে ই-স্কুটার চালাতে হবে। কিন্তু ছবিতে দেখা গেছে স্টোকস, উড ও স্মিথের কারো মাথায় হেলমেট নেই। স্মিথের স্কুটারে হেলমেট ঝুলতে দেখা গেলেও তিনি মাথায় দেননি।
ছবিতে উডের হাঁটুতে সুরক্ষামূলক ব্যান্ডেজ বাঁধা দেখা গেছে। প্রায় নয় মাস পর পার্থে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। প্রথম ম্যাচে কেবল ১১ ওভারের বেশি বল করেছেন তিনি। অস্বস্তি থাকায় এই সপ্তাহে ব্রিসবেনে বেঞ্চে থাকবেন। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে আবার তাকে খেলতে দেখা যেতে পারে।
অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটারদের আইন লংঘনের ঘটনা এই প্রথম নয়। ২০১০-১১ সফরে, যেভানে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার জিতেছিল ইংল্যান্ড, ওইবার মেলবোর্নের উপশহরে উচ্চগতিতে গাড়ি চালিয়ে ২৩৯ ডলার জরিমানা গুনেছিলেন কেভিন পিটারসেন। সাত বছর পর রাস্তা পারাপারের আইন ভেঙে জরিমানা দিতে হয়েছিল টেস্ট ম্যাচের বিশেষ ধারাভাষ্যকার জোনাথান অ্যাগনুকে।
ইএ/টিকে