ফিফা আরব কাপের মঞ্চে স্বাগতিক ও শক্তিশালী কাতারকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলে হারিয়েছে ফিলিস্তিন। সোমবার (১লা ডিসেম্বর) দিবাগত রাতে কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে এই শ্বাসরুদ্ধকর ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে ছিল স্বাগতিক সমর্থকদের উপচে পড়া ভিড়, কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে আল বাইত স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে পরিবর্তন আসে। রেফারির দেওয়া ইনজুরি টাইমের ৫ম মিনিটে (৯৫তম মিনিট) ফিলিস্তিনের ডিফেন্ডার মোহাম্মদ সালেহ প্রতিপক্ষের ডি-বক্সে লাফিয়ে হেড করেন। সেই বল কাতারের ডিফেন্ডার সুলতান আল ব্রাকের গায়ে লেগে দিক পরিবর্তন করে নিজেদের জালেই জড়িয়ে যায়। এই আত্মঘাতী গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।
স্বাগতিক হিসেবে কাতার ফেভারিট থাকলেও মাঠে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পুরো ম্যাচে বল দখলে রাখলেও প্রতিপক্ষের গোলমুখে তারা উল্লেখযোগ্য কোনো ভীতি ছড়াতে পারেনি। ফিনিশিংয়ের অভাবে বারবার সুযোগ নষ্ট করেছে স্বাগতিকরা।
বিপরীতে, ফিলিস্তিন শুরু থেকেই ছিল অত্যন্ত সুশৃঙ্খল। তারা রক্ষণ সামলে বারবার প্রতিআক্রমণে কাতারকে ব্যস্ত রাখে। শেষ পর্যন্ত তাদের এই লড়াকু মানসিকতা ১-০ গোলের জয় এনে দেয়।
ইএ/টিকে