বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনে চাহিদাকৃত উপস্থিতি অনেকেই প্রত্যাশা করেছিলেন। তবে নজরে এসেছে সানি দেওল ও ববির অনুপস্থিতি। এ নিয়ে দীর্ঘ আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে মিডিয়ায়। কিন্তু এবার বিষয়টি পরিষ্কার করেছেন অনুষ্ঠানে দায়িত্বে থাকা পুরোহিত।
পুরোহিত জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে সানি–ববি উপস্থিত হতে পারেননি। ধর্মেন্দ্রর শেষকৃত্যে পরিবারের শোক ও ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান জানাতেই তাঁদের অনুপস্থিতি। উল্লেখযোগ্য যে, ধর্মেন্দ্রর পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা যথাসময়ে উপস্থিত ছিলেন এবং শেষকৃত্য যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
সানি–ববির অনুপস্থিতি নিয়ে মিডিয়ায় নানা জল্পনা ও সমালোচনা চললেও, পরিবারের তরফে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ শেষকৃত্য আয়োজন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পুরোহিতের ব্যাখ্যা অনেকের প্রশ্নের উত্তর হিসেবে এসেছে, যেখানে ব্যক্তিগত সিদ্ধান্ত ও শোককে প্রাধান্য দেওয়া হয়েছে।
এদিকে ভক্তদের আবেগও ছিল প্রবল। সামাজিক মাধ্যমে তাদের শোক প্রকাশ এবং ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানানোর জল্পনা ছড়িয়ে পড়ে। শেষকৃত্যে সকল আয়োজনই চলে শৃঙ্খলিতভাবে, যেখানে প্রথা, ধর্ম ও পারিবারিক মর্যাদা বজায় রাখা হয়েছে।
এমকে/এসএন